shono
Advertisement
Railways

শুধু টিকিটেই ছাড় ৫৭ হাজার কোটি! রেলের পরিষেবা নিয়ে প্রশ্নের মধ্যেই হিসাব দিলেন অশ্বিনী

যাত্রীদের টিকিটে কত শতাংশ ছাড় দেয় রেল?
Published By: Subhajit MandalPosted: 03:42 PM Dec 04, 2024Updated: 03:42 PM Dec 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্রেফ যাত্রীদের টিকিটে ভরতুকি দিতে বছরে ভারতীয় রেলের খরচ হয় প্রায় ৫৭ হাজার কোটি টাকা। সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, যাত্রীদের টিকিটের ৪৬ শতাংশই রেল ভরতুকি হিসাবে ছেড়ে দেয়।

Advertisement

ইদানিং বারবার প্রশ্নের মুখে পড়ছে ভারতীয় রেলের পরিষেবা। ২০২৩ সালে বাহানগায় করমণ্ডল এক্সপ্রেস, চলতি বছরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেসের মতো একাধিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। এ ছাড়া ছোটখাটো দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। সেই সঙ্গে পরিষেবার মান, ট্রেন লেট থাকার প্রবণতা, সব নিয়েই বিরোধীরা বিঁধছে সরকারকে। এসবের মধ্যেই সংসদে বিরাট দাবি করলেন রেলমন্ত্রী।

সংসদে প্রশ্নোত্তর পর্বে রেলমন্ত্রী বলেন, "প্রতিবছর আনুমানিক ৫৬ হাজার ৯৯৩ কোটি টাকা রেল খরচ করে শুধু টিকিটের ভরতুকি বাবদ। রেলের সব ক্যাটেগরির টিকিটেই ভরতুকি দেওয়া হয়।" রেলমন্ত্রী জানিয়েছেন, রেল টিকিটে ৪৬ শতাংশ পর্যন্ত ভরতুকি পান যাত্রীরা। অর্থাৎ কোনও টিকিটের দাম যদি ১০০ টাকা হয়, তাহলে ৫৪ টাকা দিতে হয় যাত্রীদের। বাকি ৪৬ টাকা ভরতুকি হিসাবে মিটিয়ে দেয় রেল।

এদিন প্রশ্নোত্তর পর্বেই একটি সুখবর শুনিয়েছেন রেলমন্ত্রী। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতে ইতিমধ্যেই র‌্যাপিড ট্রেন পরিষেবা চালু হয়েছে। যার নাম দেওয়া হয়েছে নমো ভারত র‌্যাপিড ট্রেন। গুজরাটের ভুজ এবং আহমেদাবাদের মধ্যেকার প্রায় ৩৫৯ কিলোমিটার দূরত্ব মাত্র ৫ ঘণ্টা ৪৫ মিনিটে অতিক্রম করে এই ট্রেনটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • স্রেফ যাত্রীদের টিকিটে ভরতুকি দিতে বছরে ভারতীয় রেলের খরচ হয় প্রায় ৫৭ হাজার কোটি টাকা।
  • সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
  • তাঁর দাবি, যাত্রীদের টিকিটের ৪৬ শতাংশই রেল ভরতুকি হিসাবে ছেড়ে দেয়।
Advertisement