shono
Advertisement

Breaking News

Raima Sen

আম্বানিদের মেগাবাজেট বিয়েতে আমন্ত্রিত রাইমা সেন, সাজবেন মা মুনমুনের শাড়িতে

অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানের রেড কার্পেটে বাঙালি অভিনেত্রী।
Published By: Sandipta BhanjaPosted: 02:32 PM Jul 08, 2024Updated: 02:41 PM Jul 08, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। এবার রাজকীয় বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি। জাস্টিন বিবারের মতো জনপ্রিয় পপতারকা পারফর্ম করে গেলেন সম্প্রতি। বিয়ে এবং রিসেপশনের দিনও গোটা বলিউড হাজির থাকছে। আর বিশ্বের সেই অন্যতম মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানেই আমন্ত্রণ পেলেন রাইমা সেন (Raima Sen)।

Advertisement

মুম্বইতেও বর্তমানে পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন এই বঙ্গকন্যা। 'দ্য ভ্যাকসিন ওয়ার', 'বস্তার'-এর পর এবার হিন্দি সিনেমা 'মা কালী'তে দেখা যাবে রাইমাকে। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে এখন আরও বেশি সচেতন মিস সেন। নিজেই একথা জানিয়েছেন তিনি। তাঁর অভিনয়ের গুণমুগ্ধের সংখ্যাও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেহাত কম নয়! এবার আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও নিমন্ত্রণ পেয়ে বুঝিয়ে দিলেন যে 'খান-কাপুরদের সাম্রাজ্যে' তিনিও জায়গা তৈরি করে ফেলেছেন।

[আরও পড়ুন: ‘আপনার বাপ-ঠাকুরদা ইংরেজদের জুতো চাটত!’, ‘দেশদ্রোহী’ খোঁটা শুনেই ঝাঁজালো জাভেদ আখতার]

আম্বানিদের বিয়ে বলে কথা! সেখানে যে তারকাদের 'ফ্যাশন প্যারড' চলবে, তা বলাই বাহুল্য। কে কোন ডিজাইনারের পোশাকে সাজবেন, আম্বানিদের রেড কার্পেট থেকে সেই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছে নেটপাড়া। রাইমা কী পরছেন? স্বাভাবিকভাবেই সেদিকে কৌতূহল থাকবে। অভিনেত্রী কিন্তু বাকি তারকাদের থেকে ভিন্ন পথেই হাঁটতে চলেছেন। রাইমা জানালেন, কোনও ডিজাইনার ড্রেস নয়, বরং মায়ের শাড়িই পরবেন তিনি। আগামী ১৪ জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের রিসেপশনে রাইমাকে দেখা যাবে মুনমুন সেনের শাড়িতে।

আগামী ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত (Anant Ambani)-রাধিকা (Radhika Merchant)। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ে হবে বলে জানা গিয়েছে। বিয়ের পরদিন শুভ আশীর্বাদ। তার পরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশনের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন সস্ত্রীক মুকেশ আম্বানি।

[আরও পড়ুন: ‘আমি সহ্য করতাম না’, ‘ভাবি ২’ তৃপ্তির সঙ্গে ভিকি কৌশলকে ঘনিষ্ঠ দেখে ক্যাটরিনাকে উসকানি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বের সেই অন্যতম মেগাবাজেট বিয়ের অনুষ্ঠানেই আমন্ত্রণ পেলেন রাইমা সেন।
  • রাইমা জানালেন, কোনও ডিজাইনার ড্রেস নয়, বরং মায়ের শাড়িই পরবেন তিনি।
  • আগামী ১৪ জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের রিসেপশনে রাইমাকে দেখা যাবে মুনমুন সেনের শাড়িতে।
Advertisement