সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের চাদরে মুড়েছে রাজধানী৷ তার উপর শনিবার সকালে হালকা বৃষ্টিতে দিল্লির পারদ আরও নিম্নমুখী হয়৷ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রিরও নিচে নেমে যায়৷ ফলে অন্যান্য দিনের মতো এদিনও সমস্যায় পড়তে হয় রেল ও বিমানযাত্রীদের৷
প্রায় ৭০টি ট্রেন দেরিতে চলছে বলে রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে৷ এছাড়াও ১৬টি ট্রেনের সময় বদলেছে৷ বাতিল করা হয়েছে সাতটি ট্রেন৷ এর পাশাপাশি দিল্লি ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে দু’টি আন্তর্জাতিক বিমান দেরিতে ছাড়ছে বলে খবর৷ খারাপ আবহাওয়ার জন্য বাতিল করা হয়েছে একটি বিমান৷ চারটি আন্তর্দেশীয় বিমানও দেরিতে চলছে৷ হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দিল্লির বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
এদিকে মানালিতে ঘুরতে গিয়ে তীব্র তুষারপাতে বিপাকে পড়লেন প্রায় ১০০ জন পর্যটক৷ শুক্রবার বিকেল চারটে নাগাদ মানালি থেকে ১৩ কিলোমিটার দূরে সোলাংনালায় তুষারপাত শুরু হয়৷ ফলে বন্ধ হয়ে যায় সেখানকার যান চলাচল৷ দীর্ঘ ৮ ঘণ্টা ট্রাফিকে দাঁড়িয়ে থাকতে হয় গাড়িগুলিকে৷ দীর্ঘক্ষণ অপেক্ষার সময় খাবারের অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়েন৷ সাহায্যের জন্য ১০০ ডায়াল করেও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন পর্যটকরা৷