shono
Advertisement
India-Bangladesh test

বৃষ্টিতে ভাসবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট! কী বলছে হাওয়া অফিস?

বৃহস্পতিবার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট।
Published By: Anwesha AdhikaryPosted: 08:40 PM Sep 18, 2024Updated: 08:40 PM Sep 18, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে থাবা বসাতে পারে বৃষ্টি! ভেস্তে যেতে পারে টেস্টের প্রথম দিন। সেরকমই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। জানা গিয়েছে, বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হতে পারে চেন্নাইয়ে। তার জেরে প্রথম দিনের খেলা ব্যাহত হতে পারে। উল্লেখ্য, ভারতীয় দলের কোচ হওয়ার পরে এটাই গৌতম গম্ভীরের প্রথম টেস্ট সিরিজ। সদ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আসা বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিততে মরিয়া মেন ইন ব্লু।

Advertisement

বৃহস্পতিবার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট। চিপক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। উল্লেখ্য, দীর্ঘ ৬ মাস পরে ফের টেস্ট খেলতে নামছে ভারত। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজের দুটি ম্যাচ জেতা খুবই গুরুত্বপূর্ণ রোহিত ব্রিগেডের কাছে। কারণ আগামী জুন মাসে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে আগামী ১০ টেস্টের মধ্যে অন্তত ৬টি জিততেই হবে ভারতকে। তাই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট জিতে নিজেদের খানিকটা সুবিধাজনক জায়গায় নিয়ে যেতে চাইবেন রোহিত শর্মারা।

কিন্তু টিম ইন্ডিয়ার সেই পরিকল্পনায় জল ঢালতে পারে প্রকৃতি। বেশ কয়েকটি ওয়েদার অ্যাপের পূর্বাভাস, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হতে পারে চেন্নাইয়ে। সারাদিনে বাড়বে বৃষ্টির পরিমাণ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বৃষ্টির সম্ভাবনা ২৫ শতাংশ। বেলা বাড়লে সেটা বেড়ে দাঁড়াতে পারে ৪৬ শতাংশ। যদিও গোটা দিনের খেলা ভেস্তে যাওয়ার আশঙ্কা নেই, তবে মাঝে মাঝেই খেলায় ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি।

যদি বৃষ্টির কারণে খেলা ব্যাহত হয় তাহলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা বাড়বে। সেরকমটা মোটেই চাইবে না মেন ইন ব্লু। কারণ বাংলাদেশের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ খেলবে ভারত। তার পর অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি। সবমিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত। তাই বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচ জিতে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এগিয়ে থাকতে চায় মেন ইন ব্লু। সেই পরিকল্পনায় কি জল ঢালবে বৃষ্টি?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে আগামী ১০ টেস্টের মধ্যে অন্তত ৬টি জিততেই হবে ভারতকে।
  • বেশ কয়েকটি ওয়েদার অ্যাপের পূর্বাভাস, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হতে পারে চেন্নাইয়ে। সারাদিনে বাড়বে বৃষ্টির পরিমাণ।
  • বৃষ্টির কারণে খেলা ব্যাহত হয় তাহলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা বাড়বে। সেরকমটা মোটেই চাইবে না মেন ইন ব্লু।
Advertisement