সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজভবনের মদতেই গ্রেপ্তার করা হয়েছে! বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন হেমন্ত সোরেন (Hemant Soren)। সোমবার ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হিসাবে চম্পাই সোরেনের শক্তি প্রদর্শন। সেখানেই বিস্ফোরক মন্তব্য করেন হেমন্ত। ইডি হেফাজতে থাকা সত্ত্বেও এদিন ঝাড়খণ্ডের (Jharkhand) আস্থাভোটে হাজির থাকার অনুমতি পেয়েছেন রাজ্যের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী।
জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের অভিযোগে ৩১ জানুয়ারি ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন হেমন্ত। আপাতত ইডি হেফাজতেই রয়েছেন তিনি। হেমন্তের পরে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন চম্পাই (Champai Soren)। সোমবার তাঁকে শক্তি প্রদর্শন করতে হবে বিধানসভায়। আদালতের অনুমতি নিয়ে সেখানে হাজির হেমন্ত সোরেনও।
[আরও পড়ুন: হেমন্তকে গ্রেপ্তার কেন? ইডির কাছে জবাব তলব ঝাড়খণ্ড হাই কোর্টের]
বিধানসভায় বক্তব্য রাখার সুযোগ পেতেই ইডি (ED), বিজেপি, রাজ্যপাল সকলের বিরুদ্ধেই বিস্ফোরক হয়ে ওঠেন ঝাড়খণ্ডের সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেন, “৩১ জানুয়ারি রাতে দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে গ্রেপ্তার করা হয়। ভারতের ইতিহাসে কালো দিন হিসাবে লেখা থাকবে এই দিনটি। আমার দৃঢ় বিশ্বাস, এই ঘটনার সঙ্গে রাজভবনেরও যোগ রয়েছে।”
নিজেকে দুর্নীতিমুক্ত বলেও জোর গলায় দাবি করেন হেমন্ত। বিজেপিকে (BJP) বিঁধে তাঁর দাবি, “ওদের যদি সাহস থাকে তাহলে আমার নামে কী কী জমি আছে তার নথি দেখাক। দুর্নীতি প্রমাণ হলে রাজনীতি ছেড়ে দেব।” প্রসঙ্গত, নিজের ভাষণে হেমন্তকে ‘হিম্মত’ বলে উল্লেখ করেন চম্পাই সোরেন। জানিয়ে দেন, হেমন্তের দেখানো পথেইন হাঁটবেন তিনি।