সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আয়লা, আমফান-এর থেকেও বড় তাণ্ডব হতে চলেছে!” অনিমেষ দত্তর আগমনের বার্তা দিয়ে একথাই লিখেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। ঝড় আসার হুঁশিয়ারি দিয়েছিলেন। টিজারে তাঁর শিকিভাগ দেখিওয়েছেন। যা দেখে ট্রেলার মুক্তির অপেক্ষায় টিটিপক্ষীর মতো প্রহর গুনছিলেন অনুরাগীরা।
বুধবার সন্ধেয় সেই আবহাওয়া আরও চরম হয়ে উঠল ‘আবার প্রলয়’-এর (Abar Proloy)-এর ট্রেলার দেখে। সুন্দরবনের এক প্রত্যন্ত গাঁয়ের নারীপাচার-খুন রুখতে সিংহম অফিসার অনিমেষ দত্ত তাঁর ঝাঁজ বুঝিয়ে দিলেন। যে অঞ্চলে নারী পাচারের রমরমা। স্কুলে পড়া নাবালিকা মেয়েদের প্রথমে প্রেমের জালে ফাঁসানো হয়। তারপর তাদের মাদক মেশানো খাবার খাইয়ে বেহুঁশ করে জলপথে চালান দেওয়া হয় বাইরে। সেই পাচারচক্রের নাশ করতেই এন্ট্রি নেয় অনিমেষ দত্ত। পরনে লেদার জ্যাকেট। একেবারে অ্যাকশন প্যাকড মুডে ধরা দিলেন শাশ্বত চট্টোপাধ্যায়।
অতীতের রোমহর্ষক ঘটনায় প্রতিশোধস্পৃহ গৌরব চক্রবর্তীকেও দেখা গেল। টিজারে ঋত্বিক চক্রবর্তীর লুক যদিও দেখে ফেলেছেন দর্শকরা, তবে ট্রেলারে তার ধর্মগুরু হিসেবে কর্মকাণ্ড আরও পরিষ্কার হয়েছে। বাবার আশ্রমের অন্যতন কাণ্ডারী হিসেবে ধরা দিলেন কৌশানী মুখোপাধ্যায়। পুলিশ অফিসার শাশ্বতর স্ত্রীয়ের চরিত্রে জুন মালিয়া। তবে ‘আবার প্রলয়’ ট্রেলার প্রকাশ্যে আসার পর পরাণ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে নিয়ে বেশি কৌতূহলের সৃষ্টি হল। বুড়ো হাড়ে কি পুরনো ছবির মতো ভেলকি দেখাতে পারবেন প্রবীণ অভিনেতা? দেখতে হলে চোখ রাখতে হবে জি ফাইভ-এর পর্দায়। আগামী ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘আবার প্রলয়’।
[আরও পড়ুন: রাজ কুন্দ্রার ‘পর্ন কাণ্ড’ এবার বলিউড সিনেপর্দায়, ‘নায়ক’ শিল্পা শেট্টির স্বামী নিজেই]
প্রসঙ্গত, এই প্রথম ওয়েব সিরিজ পরিচালনা করলেন রাজ চক্রবর্তী। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজিত পয়লা সিরিজ ‘আবার প্রলয়’। অতঃপর টলিউড দম্পতি যে এই সিরিজ নিয়ে বেশ আশাবাদী, তা বলাই বাহুল্য।