shono
Advertisement

‘খাব কম, কাজ করব বেশি!’ছবি পোস্ট করে কীসের ইঙ্গিত দিলেন বিধায়ক রাজ?

মহাবিপাকে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন রাজ।
Posted: 08:16 PM Nov 27, 2021Updated: 08:16 PM Nov 27, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: না, আর অবহেলা করা যাবে না। অবহেলা করলেই বড্ড মুশকিল। আরে বাবা, শরীরটাকে রাখতে হবে তো! আগে তো নয় শুধু সিনেমা ছিল, এখন তো রাজনীতিও। কাজ থামালে তো হবে না! নিশ্চয়ই ভাবছেন এসব আবার কি? আসলে, টলিউড পরিচালক ও বারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) মস্তিষ্কে হয়তো এসবই ঘুরছে এখন। আর তাই তো মেদ ঝরাতে পৌঁছে গেলেন জিমে। শনিবার সকাল সকালই জিম থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন রাজ।

Advertisement

রাজ টলিউডের জনপ্রিয় পরিচালক। তবে দেখতে তিনি নায়কসুলভ। তাঁর ছবিতে দেব,অঙ্কুশরা পেশি ফোলালেও, রাজকে কিন্তু শরীরচর্চা করতে কখনও দেখা যায়নি। বরং বিন্দাস থাকেন, খাওয়া দাওয়া করেন, সুযোগ পেলেই স্ত্রী শুভশ্রী (Subhashree) ও ছেলে যুবানকে নিয়ে ঘুরতে যান। কখনও মালদ্বীপ, কখনও পুরী, কখনও পাহাড়ের উদ্দেশে।

তবে এসব অনেক হয়েছে। রাজ এবার পুরো মন দিলেন জিমের দিকে। শরীরচর্চা করে, একেবারে ফিট হয়ে কাজে নেমে পড়তে চান তিনি। অন্তত পোস্ট করা ছবির ক্যাপশনে রাজ যা লিখলেন, তা থেকে এটাই স্পষ্ট!

[আরও পড়ুন: প্রতারক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস, অস্বস্তিতে জ্যাকলিন ফার্নান্ডেজ]

তা ঠিক কী লিখেছেন রাজ?

রাজ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে দেখা যাচ্ছে কালো রঙের জিমের পোশাকে ব্যায়াম করতে। ছবি পোস্ট করে রাজ লিখলেন, এবার সময় এসেছে মেদ ঝরানোর । কম খাব, বেশি কাজ করব!

শরীরচর্চায় মন দিয়েছেন রাজের স্ত্রী শুভশ্রীও। যুবান হওয়ার পর শরীরে মেদ জমায় বহুবার নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী। তবে নিন্দুকদের সে সব কথাকে একেবারেই কানে তোলেননি তিনি। বরং নিজের নিয়মেই জীবন বাঁচছেন। আর এবার স্ত্রী শুভশ্রীর পথই অনুসরণ করে জিমে পৌঁছলেন রাজ।

[আরও পড়ুন: Sreelekha Mitra: ‘তুমিই সেরা সুন্দরী!’ মুনমুন সেনকে পাশে নিয়ে আদরমাখা পোস্ট শ্রীলেখার ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement