shono
Advertisement

গ্যাস সিলিন্ডার মিলবে মাত্র ৫০০ টাকায়! বড় ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর

ভোটব্যাংক ধরে রাখতে খয়রাতির রাজনীতির পথেই হাঁটলেন গেহলট?
Posted: 09:19 PM Dec 19, 2022Updated: 09:19 PM Dec 19, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস। সোমবার এমনই ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। নতুন বছরের ১ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন দাম। তবে সকলে ৫০০ টাকায় রান্নার গ্যাস পাবে না। দারিদ্র্য সীমার নিচে থাকা যারা উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস পান, একমাত্র তাঁরাই কম দামে সিলিন্ডার পাবেন। গেহলটের ঘোষণা দেখে রাজনৈতিক মহল বলছে, বছর ঘুরলেই রাজস্থানে ভোট। ভোটব্যাংক ধরে রাখতে খয়রাতির রাজনীতির পথেই হাঁটলেন গেহলট।

Advertisement

রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ রাজস্থানে পৌঁছে গিয়েছে। সোমবার রাহুলের সামনেই জনসভার মঞ্চ থেকে কম দামে রান্নার গ্য়াস দেওয়ার কথা ঘোষণা করেন গেহলট। বর্তমানে শহর ভেদে রান্নার গ্যাসের দাম হাজার পার। সেখানে প্রায় অর্ধেক দামে সিলিন্ডার দেওয়ার কথা জানালেন গেহলট। 

[আরও পড়ুন: তাওয়াংয়ে ভারতীয় জওয়ানদের ‘পেটানো’ নিয়ে মন্তব্য রাহুল গান্ধীর, কড়া নিন্দা বিদেশমন্ত্রীর]

এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, “আগামী মাসে বাজেটের প্রস্তুতি নিচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, উজ্জ্বলা যোজনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরিবদের এলপিজি সংযোগ ও গ্যাসের ওভেন দিচ্ছেন। কিন্তু সেই সিলিন্ডার তো খালি থেকে যাচ্ছে। কারণ সিলিন্ডারের দাম ৪০০ থেকে ১ হাজার ৪০ টাকা।” এর পর তিনি রাজস্থানের জনতার জন্য ঘোষণা করেন, “আগামী বছর এপ্রিলের গরিব পরিবারগুলি প্রথম দিন থেকেই ৫০০ টাকায় সিলিন্ডার পাবেন। যাঁরা উজ্জ্বলা যোজনায় নাম লিখিয়েছেন, এমন গরিবদের বছরে ১২টি করে সিলিন্ডার ৫০০ টাকায় দেব আমরা।” সভামঞ্চ থেকে বেকারত্ব, মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধেছেন তিনি।

প্রসঙ্গত, বছর ঘুরলেই রাজস্থানে বিধানসভা নির্বাচন। নির্বাচের আগে কংগ্রেসের মাথাব্যথা কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। অশোক গেহলট ও শচীন পাইলটের লড়াই। এমন পরিস্থিতিতে সে রাজ্য়ে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে এথন থেকে খয়রাতির রাজনীতির পথে হাঁটা শুরু করলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী। বাংলা বিধানসভা হোক কিংবা পাঞ্জাবের বিধানসভা বা হালফিলের গুজরাট বিধানসভা ভোট, প্রায় সবক্ষেত্রেই রাজনৈতিক দলগুলিকে খয়রাতির রাজনীতির দিকে হাঁটতে দেখা গিয়েছে। কোথাও নগদ টাকার প্রতিশ্রুতি তো কোথাও আবার বিনামূল্য় বিদ্য়ুৎ-জল, কেউ কেউ তো সম্পূর্ণ বিনামূল্য চিকিৎসার ঘোষণাও করেছেন। এবার সেই তালিকায় জুড়ল প্রায় অর্ধেক দামে রান্নার সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতিও।

[আরও পড়ুন: ‘দুজন বিচারপতি বসে সিদ্ধান্ত নিতে পারেন না’, সমলিঙ্গ বিবাহের বিরুদ্ধে সরব BJP সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement