shono
Advertisement

কাঁধে করে বাবার শবদেহ শ্মশানে নিয়ে যাওয়া ‘অপরাধ’, একঘরে চার কন্যা

এমনই নিদান খাপ পঞ্চায়েতের৷ The post কাঁধে করে বাবার শবদেহ শ্মশানে নিয়ে যাওয়া ‘অপরাধ’, একঘরে চার কন্যা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:05 PM Jul 30, 2018Updated: 03:35 PM Jul 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ছেলে নেই৷ রাজস্থানের বুন্দি জেলার রাগের কলোনির বাসিন্দা দুর্গাশংকরের অবলম্বন বলতে ছিলেন চার মেয়ে৷ দীর্ঘদিন ধরেই অসুখে ভুগছিলেন তিনি৷ শনিবার রাতে মারা যান বছর আটান্নর দুর্গাশংকর৷ অপুত্রক ওই ব্যক্তির ইচ্ছা ছিল মৃত্যুর পর চার মেয়ের কাঁধে করেই শ্মশানে যাবেন তিনি৷ মারা যাওয়ার পরেও বাবার শেষ ইচ্ছা ভুলতে পারেননি তাঁর চার মেয়ে৷ রবিবার বিকেলে বাবাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যান তাঁরা৷ কিন্তু শেষকৃত্য মিটতে না মিটতেই বিপাকে পড়েছেন দুর্গাশংকরের মেয়েরা৷ বাবার ‘ইচ্ছাপূরণ’-এর অপরাধে এই পরিবারটিকে একঘরে করে দেওয়ার নিদান দেয় খাপ পঞ্চায়েত৷ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন৷

Advertisement

[ধর্ষণের অভিযোগ তুলে নিলেই মিলবে জমি-বাড়ি, সন্ন্যাসিনীকে ‘টোপ’ যাজকের]

দুর্গাশংকরের বড় মেয়ে মিনা বলেন, ‘‘বাবা মারা যাওয়ার পর তাঁর শেষ ইচ্ছার কথা জানতে পারেন খাপ পঞ্চায়েতের সদস্যরা৷ বাবার ইচ্ছাপূরণে বাধা দেওয়া হয়৷ কিন্তু সেকথা না শুনেই আমরা বাবাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাই৷ শেষকৃত্য সেরে ফিরে দেখি কমিউনিটির স্নানাগার তালাবন্ধ৷ কেউই ওই স্নানাগারের চাবি দেয়নি আমাদের৷ এই সময়ে কেউই বাড়িতে রান্না করেন না৷ কিন্তু প্রতিবেশীরা কেউই খাবার পাঠায়নি আমাদের৷ খাপ পঞ্চায়েতের সদস্যদের কাছে  বিধবা মা ক্ষমাও চেয়েছেন, তাতেও মন গলেনি কারও৷’’ দিদির সঙ্গে একই সুরে সুর মেলান তাঁর বোন কলাবতী৷ তিনি বলেন, ‘‘বাবার শেষ ইচ্ছাপূরণের আমাদের দোষী প্রমাণিত করে শাস্তি দেওয়া হয়েছে৷  

[ফের বুরারির ছায়া রাঁচিতে, আত্মহত্যা একই পরিবারের ৭ সদস্যের]

বুন্দি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মদু লাল দাবি করেন, বাবার শেষ ইচ্ছাপূরণে চার কন্যার এই কাজের জন্য খাপ পঞ্চায়েতের সদস্যদের কাছে তিনিও ক্ষমা চেয়ে নেয়৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি৷ চার মেয়ের পাশাপাশি দুর্গাশংকরের শেষকৃত্যে মাত্র কয়েকজন আত্মীয় অংশ নেন বলেই জানান স্থানীয় বাসিন্দা তিকাম চন্দ৷

[ফুঁসছে যমুনা, লোহা পুল ভেঙে বিপর্যস্ত রাজধানীর রেল পরিষেবা]

যদিও চার কন্যার তোলা অভিযোগ অস্বীকার করেছেন কমিউনিটি প্রধান চন্দদুলাল চান্ডেলিয়া৷ এই ঘটনার সময় শহরে ছিলেন না বলেই দাবি তাঁর৷ চার কন্যার এই কাজ যথেষ্ট প্রশংসনীয় বলেও দাবি তাঁর৷

The post কাঁধে করে বাবার শবদেহ শ্মশানে নিয়ে যাওয়া ‘অপরাধ’, একঘরে চার কন্যা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement