shono
Advertisement

‘সারমেয়কে পালটা কামড়ান’, কুকুরে কামড়ানো রোগীকে পরামর্শ চিকিৎসকের

চিকিৎসকের পরামর্শ শুনে যন্ত্রণার সঙ্গে ক্ষোভে ফুঁসছেন রোগী৷ The post ‘সারমেয়কে পালটা কামড়ান’, কুকুরে কামড়ানো রোগীকে পরামর্শ চিকিৎসকের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:44 PM Jun 29, 2019Updated: 03:44 PM Jun 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুকুর কামড়ে দিয়েছে মহিলাকে৷ জ্বালাযন্ত্রণা নিয়ে দৌড়ে হাসপাতালে ছুটেছিলেন তিনি৷ নিয়মানুযায়ী চিকিৎসকের কাছে গিয়ে গোটা বিষয়টি জানান মহিলা৷ কিন্তু চিকিৎসকের উত্তরে চক্ষু চড়কগাছ রোগীর৷ যা নিয়ে রীতমতো হইচই পড়ে গিয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: গণপিটুনিতে নিহত পেহলু খানের বিরুদ্ধেই এফআইআর দায়ের, নিন্দায় সমাজকর্মীরা]

ওই মহিলার বাড়িতে পোষা কুকুরই কামড়ে দেয় তাঁকে৷ রাজস্থানের আজমেরের সরকারি হাসপাতালে যান তিনি৷ চিকিৎসককে রোগী বলেন, ‘‘পায়ে কুকুর কামড়েছে৷ খুবই ব্যথা হচ্ছে৷ কিছু একটা ব্যবস্থা করুন৷’’ মহিলার অভিযোগ, যন্ত্রণায় যখন ছটফট করছেন রোগী, তখন চিকিৎসকের মুখে দিব্যি চওড়া হাসি৷ বেশ মজার ছলে কুকুরে কামড়ানোর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তাঁর পরামর্শ, পালটা কুকুরকেই কামড়ে দিন৷

তাতেই যদিও অগ্নিশর্মা হয়ে যান রোগিনী৷ চিৎকার শুরু করেন তিনি৷ রোগীর চিৎকার শুনে ঘটনাস্থলে ভিড় জমে যায়৷ কী হয়েছে ওই মহিলার কাছে সকলেই এই প্রশ্ন করতে থাকেন৷ গোটা ঘটনা খুলে বলেন মহিলা৷ তবে তখনই তাঁর অভিযোগ খারিজ করেন চিকিৎসক৷ তাঁর পালটা দাবি, মহিলা জাতপাত নিয়ে চিকিৎসককে তীব্র ভাষায় আক্রমণ করেছেন৷ তারই বিরোধিতা করেছিলেন ওই চিকিৎসক৷ নিজের দোষ ঢাকতেই মহিলা চিৎকার করছেন বলেই জানান চিকিৎসক৷

[ আরও পড়ুন: নিশানায় অমরনাথ যাত্রীরা, জইশের ছক ভেস্তে দিতে তৎপর নিরাপত্তারক্ষীরা]

এই ঘটনাটি নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষেরও৷ তদন্তে চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে৷ ওই হাসপাতালের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতেও পৌঁছেছে৷ যদিও পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে মহিলার চিৎকার এবং চিকিৎসকের দাবির অংশটি পাওয়া গিয়েছে৷ তবে কুকুরকে কামড়াতে চিকিৎসক বলেছিলেন কি না, তা ওই সিসিটিভি ফুটেজে পাওয়া যায়নি৷ তাই মহিলার দাবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠছে৷ চিকিৎসা ব্যবস্থায় গতি আনার জন্য রোগী এবং চিকিৎসকের সম্পর্কে উন্নতি চেষ্টা চলছে৷ কিন্তু তা যে আদতে সম্ভব হচ্ছে না, তারই প্রকৃষ্ট উদাহরণ বোধহয় এই ঘটনাটিই৷ 

The post ‘সারমেয়কে পালটা কামড়ান’, কুকুরে কামড়ানো রোগীকে পরামর্শ চিকিৎসকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement