shono
Advertisement

হাই কোর্টে অস্বস্তিতে রবার্ট বঢরা! জমি দুর্নীতি মামলা বাতিলের আরজি খারিজ

রাজস্থানের বিকানিরে ২৭৫ বিঘা জমি কেনা নিয়ে ওই মামলা।
Posted: 05:16 PM Dec 22, 2022Updated: 08:13 PM Dec 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) স্বামী রবার্ট বঢরার (Robert Vadra) অস্বস্তি বাড়ল। রাজস্থান হাই কোর্টে তাঁর বিরুদ্ধে চলতে থাকা জমি কেনাবেচা সংক্রান্ত কারচুপির মামলাটি খারিজ করতে আরজি জানিয়েছিলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) ওই বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে আদালত জানিয়েছে, আরও ১৫ দিন তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি।

Advertisement

রাজস্থানের বিকানির জেলায় কোলায়তে ২৭৫ বিঘা জমি কেনা নিয়ে ওই মামলা। রবার্টের সংস্থা স্কাইলাইট হসপিটালিটিকে অভিযুক্ত করে ২০১৬ সালে ফৌজদারি মামলা করা হয়। স্থানীয় তহসিলদারের অভিযোগের পরে রাজ্য পুলিশ যে এফআইআর দায়ের করেছিল তার ভিত্তিতেই ওই মামলা দায়ের করা হয়। এরপর ২০১৯ সালের ২১ জানুয়ারি আদালতে হাজিরা দিতে বলা হয় রবার্ট ও তাঁর মা মৌরিন বঢরাকে। জানানো হয়, ইডি তাঁদের জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু শেষ পর্যন্ত আদালত তাঁদের গ্রেপ্তারিতে রক্ষাকবচ দেয়।

[আরও পড়ুন: ‘ভারত জোড়ো যাত্রা বন্ধ করতে করোনার বাহানা দিচ্ছে কেন্দ্র’, অভিযোগ রাহুলের]

গত তিনদিন ধরে শুনানি চলছিল এই মামলার। অবশেষে বিচারপতি ড. পুষ্পেন্দ্র সিং ভাটি রবার্টের আরজি খারিজ করে দিলেন। তাঁর পাশাপাশি আরেক অভিযুক্ত মহেশ নগরের আরজিও খারিজ করে দেওয়া হয়েছে। পাশাপাশি আদালত জানিয়ে দিয়েছে, ইডির তদন্তে তারা কোনও হস্তক্ষেপ করবে না। নিঃসন্দেহে এর ফলে গান্ধী পরিবারের জামাইয়ের অস্বস্তি বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

উল্লেখ্য, বঢরার বিরুদ্ধে দুর্নীতির মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসলে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকেই চাপে রাখতে চাইছে- এমনই অভিযোগ শতাব্দী প্রাচীন দলের। এদিকে বঢরা এবছরের শুরুতেই ইঙ্গিতে জানিয়ে দিয়েছিলেন ২০২৪ লোকসভা ভোটে তিনি লড়তে চান। বলেছিলেন, “মানুষের আমার প্রতি অনেক প্রত্যাশা অনেক। আমি ভাবছি ২০২৪ লোকসভা নির্বাচনে লড়া যায় কিনা। আমি সবসময় মানুষের সেবা করছি। ভোট থাক বা না থাক, আমি মন্দির, মসজিদ, চার্চ, গুরুদ্বার সব জায়গায় যায়। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে চলেছি। আমার বিশ্বাস আমি রাজনীতিতে বদল আনতে পারি।” যদি শেষপর্যন্ত বঢরা সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে কেন্দ্র কটাক্ষ করবে বলেই মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: ১৬ বছর বয়সেই মিলবে যৌনতায় সম্মতি দেওয়ার অধিকার? জল্পনার মধ্যে মুখ খুলল কেন্দ্র ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement