shono
Advertisement

Breaking News

পরীক্ষায় টোকাটুকি রুখতে বন্ধ ইন্টারনেট, বিপুল ক্ষতির মুখে টেলিকম সংস্থাগুলি

কোথায় হল এমন ঘটনা? The post পরীক্ষায় টোকাটুকি রুখতে বন্ধ ইন্টারনেট, বিপুল ক্ষতির মুখে টেলিকম সংস্থাগুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:04 PM Aug 10, 2018Updated: 12:34 PM Aug 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেকোনও সরকারি চাকরির পরীক্ষায় টুকলি রুখতে সমগ্র রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে রাজ্য সরকার৷ এতে ক্ষতির মুখে পড়ছে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি৷ বিপুল অংকের ক্ষতিপূরণ গুনতে হচ্ছে টেলিকম সংস্থাগুলিকে৷ রাজস্থান সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রকে এমনই চিঠি লিখল Cellular Operators Association of India (COAI)৷

Advertisement

[ট্রেনের সামনে কিকি চ্যালেঞ্জ! স্টেশন সাফাইয়ের শাস্তি তিন যুবককে]

চলতি বছরের ২৫ এপ্রিল এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে Indian Council for Research on International Economic Relations (ICRIER)৷ যেখানে উল্লেখ করা হয়েছে, আগস্ট ২০১৭ থেকে এখনও পর্যন্ত রাজ্যে ১৪০ বার ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজস্থান সরকার৷ যার ফলে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ক্ষতি হয়েছে প্রায় ৮৭ হাজার কোটি টাকা৷ এই রিপোর্টকে হাতিয়ার করেই রাজস্থান সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে COAI৷ জানিয়েছে, রাজ্যে এই ভাবে বারবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করলে লোকসানে গুনতে হচ্ছে তাঁদের৷ জানা গিয়েছে, কেবল লোকসানের কথাই জানায়নি COAI৷ অভিযোগ পত্রে লিখেছে, বসুন্ধরা রাজে সরকারের এই সিদ্ধান্তে বাধাপ্রাপ্ত হচ্ছে কেন্দ্রের ডিজিটাল ইন্ডিয়া গড়ার পরিকল্পনাও৷

[সোশ্যাল মিডিয়ার দখল নিতে বুদ্ধিমতী সুন্দরীদের খুঁজছে বিজেপি]

প্রসঙ্গত, গত বছরের আগস্ট ২০১৭ থেকে এখনও পর্যন্ত স্কুল শিক্ষক নিয়োগ, পুলিশের কনস্টেবল পদে নিয়োগ ও সরকারি কর্মী নিয়োগের মতো একাধিক সরকারি পরীক্ষা হয়েছে রাজস্থানে৷ সবক্ষেত্রেই রাজস্থানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেয় বসুন্ধরা রাজে সরকার৷ উদ্দেশ্যে একটাই, এই পরীক্ষাগুলিতে যে বিপুল পরিমাণ টুকলির অভিযোগ ওঠে তা বন্ধ করা এবং পরীক্ষা পদ্ধতিকে স্বচ্ছ ভাবমূর্তি দেওয়া৷ কিন্তু সরকারের এই নির্দেশনামাই চিন্তার ভাঁজ ফেলেছে রাজ্যে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মাথায়৷ এখন কেমন ভাবে এই সমস্যার হাত থেকে মুক্তি মেলে সেই পথই খুঁজে চলেছেন তাঁরা৷

The post পরীক্ষায় টোকাটুকি রুখতে বন্ধ ইন্টারনেট, বিপুল ক্ষতির মুখে টেলিকম সংস্থাগুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement