shono
Advertisement

জেরায় গরহাজির, ইমেলে সিবিআইয়ের কাছে সময় চাইলেন রাজীব কুমার

পরবর্তী পদক্ষেপ স্থির করতে আইনজীবীর পরামর্শ নিলেন সিবিআইয়ের অফিসাররা৷ The post জেরায় গরহাজির, ইমেলে সিবিআইয়ের কাছে সময় চাইলেন রাজীব কুমার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:41 PM Sep 14, 2019Updated: 05:43 PM Sep 14, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথায় রাজীব কুমার? কোথায় গা ঢাকা দিয়েছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার? সারদা মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা যখন এই ধরনের একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজছেন, তখন হঠাৎ সিবিআই দপ্তরে পৌঁছল রাজীব কুমারের একটি ইমেল৷ সূত্রের খবর, ইমেলের মাধ্যমে সিবিআইয়ের তদন্তকারীদের কাছে হাজিরার জন্য এক মাসের সময় চেয়েছেন রাজীব কুমার৷ জানিয়েছেন, তিনি ছুটিতে রয়েছেন, তাই আসতে পারবেন না৷

Advertisement

[ আরও পড়ুন: নিষ্ঠাভরে পুজো করলেই পুরস্কৃত করবে বিজেপি, শারদ সম্মান আয়োজন গেরুয়া শিবিরের ]

অন্যদিকে রাজীব কুমারের খোঁজ পেতে মরিয়া সিবিআই৷ সতর্ক করা হয়েছে কলকাতা-সহ সমস্ত বিমানবন্দরকে৷ রাজীব ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর মোবাইলের উপর নজরদারি চালাচ্ছে সিবিআই৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, পার্কস্ট্রিটে আইপিএস অফিসারদের যে আবাসন রয়েছে, সেখানেই কোনও ফ্ল্যাটে আত্মগোপন করে রয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার৷ সূত্রের খবর, রাজীব কুমারকে সম্ভবত দ্বিতীয়বারের জন্য নোটিস পাঠাতে চলেছে সিবিআই৷ সম্ভবত সেই জন্যই তাদের আইনজীবী ওয়াই দস্তুরের চেম্বারে এদিন বিকেলে যান সিবিআইয়ের তিন অফিসার৷ দলে ছিলেন জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব, আইও তথাগত বর্ধন ও এসপি ব়্যাঙ্কের পার্থ মুখোপাধ্যায়৷

[ আরও পড়ুন: মতায় এলে বাংলায় সপ্তম বেতন কমিশনের সুপারিশ চালুর আশ্বাস কৈলাসের ]

শুক্রবার কলকাতা হাই কোর্টের নির্দেশে রক্ষাকবচ হারানোর পর থেকেই রাজীব কুমারের নাগাল পেতে তৎপর হয়েছে সিবিআই৷ ওইদিন বিকালেই পার্কস্ট্রিটে রাজীব কুমারের অফিসে যান সিবিআইয়ের অফিসাররা৷ শনিবার সকাল দশটায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরার নোটিস দিয়ে আসেন তাঁরা৷ কিন্তু শনিবার নির্দিষ্ট সময়ে হাজিরা দেননি রাজীব কুমার৷ হাজিরা এড়ান তিনি৷ সূত্রের খবর, প্রায় ছ’ঘণ্টা পর সিবিআই দপ্তরে ইমেল করেছেন রাজীব কুমার৷ ইমেলে তদন্তকারী অফিসারদের কাছে কিছুটা সময় চেয়েছেন তিনি৷ জানিয়েছেন, ছুটিতে রয়েছেন, তাই সিবিআইয়ের কাছে হাজিরা দিতে যেতে পারছেন না৷

The post জেরায় গরহাজির, ইমেলে সিবিআইয়ের কাছে সময় চাইলেন রাজীব কুমার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার