shono
Advertisement

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে ইতিহাস গড়বেন দুই মহিলা

মাঠের ভিতর খানিকটা চাপ বাড়তে চলেছে ভারতীয় ব্যাটসম্যানদের৷ The post ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে ইতিহাস গড়বেন দুই মহিলা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:36 AM Nov 06, 2016Updated: 09:51 PM Nov 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৯ বছর পর ভারতের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ড৷ যার উদ্বোধনী ম্যাচ বুধবার রাজকোটে৷ আর সেই টেস্টে বাইশ গজের বাইরেও তৈরি হবে এক নয়া ইতিহাস৷ না, বিরাট কোহলি অথবা অ্যালেস্টার কুকের দলের কোনও সদস্য নয়, মাঠের বাইরে নজির গড়বেন দুই ভারতীয় মহিলা৷

Advertisement

কী সেই ইতিহাস? রাজকোটে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের অফিসিয়াল স্কোরারের ভূমিকায় থাকবেন দুই নারী হেমালি দেশাই এবং সেজল ড্যাভ৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ঘটতে চলেছে৷ অর্থাৎ এই দুই মহিলাই ম্যাচের প্রথম বল থেকে শেষ দিন পর্যন্ত স্কোরের হিসেবের দায়িত্বে থাকবেন৷ প্রাক্তন ক্রিকেট কোচ হেমালি এবং ক্রীড়াবিদ সেজল এখনও পর্যন্ত প্রায় ১৫০টি ম্যাচে একসঙ্গে স্কোরারের ভূমিকা পালন করেছেন৷ বলছেন, এই কাজের জন্য পরস্পরের মধ্যে দারুণ বোঝাপড়ার প্রয়োজন হয়৷ তবে নতুন এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তাঁরা৷ এর আগে এদেশে প্রথম শ্রেণির ক্রিকেট, ওয়ানডে এবং আইপিএল-এ মহিলা স্কোরার দেখা গেলেও আন্তর্জাতিক টেস্টে প্রথমবার এই গুরুদায়িত্ব পেলেন মহিলারা৷ সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার তরফে এমনটাই জানানো হল৷

এদিকে, মাঠের ভিতর খানিকটা চাপ বাড়তে চলেছে ভারতীয় ব্যাটসম্যানদের৷ কারণ ইংল্যান্ড দলে যোগ দিলেন পেসার জেমস অ্যান্ডারসন৷ জিমি দলে ঢোকায় অতিরিক্ত অক্সিজেন পেল দল৷ অধিনায়ক কুক অন্তত তেমনটাই মনে করছেন৷

The post ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে ইতিহাস গড়বেন দুই মহিলা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement