shono
Advertisement
Rajkumar Roat

উটের পিঠে চেপে সংসদে সাংসদ! 'উটকো' যাত্রা মাঝপথেই থামাল পুলিশ

'বাজপেয়ী গরুর গাড়িতে এলে আমি কেন না?' প্রশ্ন তুললেন 'বাপ' সাংসদ।
Published By: Amit Kumar DasPosted: 04:10 PM Jun 25, 2024Updated: 04:10 PM Jun 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই কবে তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গরুর গাড়িতে চড়ে সংসদে এসেছিলেন অটলবিহারী বাজপেয়ী। সেই শুরু। এর পর কখনও ট্রাক্টর তো কখনও সাইকেল, সংসদ যাত্রায় প্রতিবাদে অভিনবত্ব আনতে চেষ্টার ত্রুটি রাখেননি সাংসদরা। এবার সবাইকে ছাপিয়ে গেলেন রাজস্থানের এক সাংসদ। কোনও প্রতিবাদ নয়, নিতান্তই মরুরাজ্যের ঐতিহ্যকে তুলে ধরতে রাজধানীর রাস্তায় উটের পিঠে চড়ে সংসদের উদ্দেশে রওনা দিলেন তিনি। তবে সে যাত্রা সুখকর হল না। 'গণতন্ত্রের নন্দনকাননে' পৌঁছনোর আগেই তাঁকে উট থেকে নামাল দিল্লি পুলিশ। এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ রাজস্থানের বাঁশওয়াড়া কেন্দ্রের সাংসদ রাজকুমার রোট।

Advertisement

লোকসভা নির্বাচনে এবার রাজস্থানের বাঁশওয়াড়া কেন্দ্র ভারতীয় আদিবাসী পার্টি (BAP) থেকে সাংসদ হয়েছেন রাজকুমার রোট। অধিবেশনের দ্বিতীয় দিন সংসদ যাত্রায় অভিনবত্ব আনতে রাজস্থানের ঐতিহ্যবাহী উটকে বেছে নেন তিনি। মঙ্গলবার সকালে দিল্লিবাসী দেখেন রাজধানীর ব্যস্ত রাস্তায় সুসজ্জিত উটের পিঠে সওয়ার এক ব্যক্তি। ব্যস্ত রাস্তায় এহেন 'উটকো যাত্রা'র জেরে তৈরি হয় যানজট। বিষয়টি নজরে পড়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয় দিল্লি পুলিশ। সঙ্গে সঙ্গে উট থামিয়ে জানোয়ারের পিঠ থেকে নামানো হয় সাংসদকে।

[আরও পড়ুন: খাস কলকাতার অভিজাত ক্লাবে যৌন হেনস্তার অভিযোগ, থানায় FIR মহিলা কর্মীর]

এই ঘটনায় ক্ষুব্ধ সাংসদ পুলিশ আধিকারিকদের সঙ্গে তর্ক শুরু করেন রাজকুমার। তবে তাতে খুব বিশেষ কাজ হয়নি। পুলিশের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, সংসদ ভবন চত্বরে কোনও পশু নিয়ে যাওয়ার অনুমতি নেই। ফলে তাঁকে যেতে দেওয়া হবে না। তবে পালটা সাংসদ বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী যদি গরুর গাড়িতে সংসদে যেতে পারেন তবে তিনি কেন যেতে পারবেন না? দিল্লি পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানাবেন তিনি। যদিও শেষ পর্যন্ত সংসদে পৌঁছনোর অনেক আগেই উট যাত্রায় ক্ষান্ত দেন ওই রাজকুমার।

অবশ্য সংসদ চত্বরে এমন নজির একেবারেই নতুন নয়। ইন্দিরা গান্ধীর শাসনকালে ১৯৭৩ সালে জনসংঘের সভাপতি অটলবিহারী বাজপেয়ী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ স্বরূপ গাড়ি ছেড়ে গরুর গাড়িতে চড়ে সংসদে হাজির হন। সেই ঘটনায় সাড়া পড়ে গিয়েছিল গোটা দেশে। এর পর অবশ্য কৃষকদের পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ গতকালই ট্রাক্টরে চেপে সংসদে উপস্থিত হন রাজস্থানের বাম সাংসদ অমরারাম। প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সাইকেল চেপে মাঝে মধ্যেই সংসদে হাজির হতে দেখা গিয়েছে বহু সাংসদকে। এবার উটের পিঠে চেপে নজির গড়তে গিয়েও ব্যর্থ হলেন 'বাপ' সাংসদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement