shono
Advertisement

স্কুল জীবনের স্মৃতি ফেরাল রাজকুমার-নুসরত জুটির ‘ছলাং’, প্রকাশ্যে ট্রেলার

আর কাদের দেখা যাবে এই ছবিতে?
Posted: 05:28 PM Oct 17, 2020Updated: 06:01 PM Oct 17, 2020

সুপর্ণা মজুমদার: প্রথম স্কুলে ঢোকার অভিজ্ঞতা কারও মনে থাকে, আবার কারও স্মৃতির অতলে লুকিয়ে থাকে ব্যস্ততার স্তূপের নিচে। তারপর যে জীবন শুরু হয় তা শুধু পড়াশোনার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। অজস্র টুকরো টুকরো স্মৃতি সারাটা জীবনকে সমৃদ্ধ করে। এমনই স্মৃতি ফেরাল পরিচালক হনসল মেহতার ‘ছলাং’ (Chhalaang)। আর সেই সুবাদেই বলিউড পেল নতুন জুটি। রাজকুমার রাও (Rajkummar Rao) এবং নুসরত ভারুচা (Nushrat Bharucha)। শনিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার।

Advertisement

 

অভিনেতা রাজকুমারের সঙ্গে প্রায় আধডজন সিনেমা তৈরি করে ফেলেছেন পরিচালক হনসল মেহতা (Hansal Mehta)। তবে এবারে কৌতুকের মোড়কে জীবনের কাহিনি দর্শকদের দরবারে নিয়ে আসছেন বলে জানান ভারচুয়াল সাংবাদিক বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন ছবির অন্যতম প্রযোজক অজয় দেবগনও (Ajay Devgn)। জানান, কাহিনি শোনা মাত্রই পছন্দ হয়ে গিয়েছিল তাঁর। সেই কারণেই প্রযোজনায় অংশীদার হয়েছেন।

[আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর জোর করে গর্ভপাত! আইনি বিপাকে মিঠুনের ছেলে ও স্ত্রী]

‘ছলাং’-এ শরীর শিক্ষার শিক্ষক মন্টুর চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার। নুসরত রয়েছেন সুন্দরী শিক্ষিকা নীলুর ভূমিকায়। ছবিতে রাজকুমারের প্রতিদ্বন্দ্বীর চরিত্রে অভিনয় করেছেন মহম্মদ জিসান আয়ুব। বিশেষ ভূমিকায় রয়েছেন ইলা অরুণ, সৌরভ শুক্লা, সতীশ কৌশিকের মতো পোড় খাওয়া অভিনেতা। ক্যামিও চরিত্রে আবার দেখা যাবে পপ-তারকা হানি সিংকে। ২০১৮ সালের শেষে ছবির শুটিং শুরু করেছিলেন হনসল মেহতা। গত বছরের ডিসেম্বরে শুটিং শেষ করেছিল গোটা টিম। প্রথমে ৩১ জানুয়ারি ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে হয় ১৩ মার্চ। মার্চ থেকেই করোনা (CoronaVirus) সংকট শুরু হয়ে যায়। প্যানডেমিক পরিস্থিতিতে ফের ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। তারপরই ভারচুয়াল রিলিজের ঘোষণা হয়। শিশুদিবসের ঠিক আগে ১৩ নভেম্বর আমাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পাবে ‘ছলাং’।

[আরও পড়ুন: ‘নিজেকে অন্য কারও জন্য পালটাতে পারব না’, লন্ডন থেকে একান্ত সাক্ষাৎকারে অকপট নুসরত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement