shono
Advertisement

‘১৮ মাস জেল খেটেছি’, মোদির পর জরুরি অবস্থাকে তোপ রাজনাথেরও

রবিবারেই মন কি বাত অনুষ্ঠানে জরুরি অবস্থাকে 'কালো দিন' বলেছেন মোদি।
Posted: 05:13 PM Jun 18, 2023Updated: 05:13 PM Jun 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের জরুরি অবস্থার বর্ষপূর্তির আগেই তৎকালীন সরকারকে একহাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তারপরেই মুখ খুলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি বলেন, জরুরি অবস্থার সময়ে তাঁকে জেলে ভরা হয়েছিল। ১৮ মাসের কারাবাস কাটিয়ে অবশ্য পুরোদস্তুর রাজনীতিতে যোগ দেন। রবিবার আইএএস পড়ুয়াদের একটি অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী।

Advertisement

রবিবারই মন কি বাত (Man Ki Baat) অনুষ্ঠানে জরুরি অবস্থার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ২৫ জুনকে দেশের ইতিহাসে ‘কালো দিন’ আখ্যা দিয়ে মোদির মন্তব্য,”ভারত গণতন্ত্রের জননী। আমরা আমাদের গণতান্ত্রিক আদর্শ ও সংবিধানকে সর্বোচ্চ বলে মনে করি। আর তাই আমরা কখনওই ২৫ জুন তারিখটি ভুলতে পারব না। ওই দিনই আমাদের দেশে জরুরি অবস্থা (Emergency) আরোপ করা হয়েছিল।” তারপরেই তৎকালীন কংগ্রেস সরকারকে একহাত নিয়ে মুখ খুলেছেন প্রতিরক্ষামন্ত্রীও। 

[আরও পড়ুন: রাজ্যপাল পোশাকও কিনছেন সরকারি টাকায়! বিস্ফোরক অভিযোগ তুলে রাজভবনে অডিটের দাবি কুণালের]

লখনউতে আইএএস পড়ুয়াদের একটি সম্মেলনে বক্তৃতা দিচ্ছিলেন রাজনাথ সিং। তিনি বলেন, “জরুরি অবস্থার সময়ে আমার বয়স ছিল ২৩। আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখতাম। তবে রাজনীতিতে আগ্রহ ছিল তাই আরএসএসে যোগ দিয়েছিলাম। তারপরেই ১৮ মাসের জন্য জেলে ভরে দেওয়া হয় আমাকে।”

রাজনাথ বলেন, “ওই সময়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই চলছিল। সেই যুদ্ধে আমিও শামিল হয়েছিলাম। নানা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলাম। একবার ভেবে দেখ, আমি কত ভাল মানুষ ছিলাম যে ওই জরুরি অবস্থাতেও আমাকে জেলে ভরা হয়েছিল। ১৮ মাস জেল খেটে মুক্তি পাই। বেরিয়েই জানতে পারি মাত্র ২৫ বছর বয়সেই আমি লোকসভা ভোটে লড়ার টিকিট পেয়েছি।” সেই সঙ্গে মনে করিয়ে দেন, যেদিন মন্ত্রীদের পাশাপাশি আধিকারিকদের কথাকে সমান গুরুত্ব দেওয়া হবে সেদিনই দেশের উন্নতি হবে। 

[আরও পড়ুন: কালীঘাটে তৃণমূলের পঞ্চায়েত বৈঠকের পরেই সুকান্তর সঙ্গে খোশ গল্প দেবের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement