সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর উদ্বোধনে কলকাতার এসেছেন বলিউডের ‘মির্চি গার্ল’ রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। প্যান্ডেলে ঘুরে ঘুরে পুজো উদ্বোধনও করছেন রাখী। তবে ভবানীপুরে এক কালীপুজোর উদ্বোধনে এসে রাখীর সঙ্গে একমঞ্চে দেখা গেল মদন মিত্রকে। বাঙালি সাজে বলিউড অভিনেত্রীকে দেখে মদন মিত্র একেবারে আপ্লুত।
রাখির উদ্দেশ্যে তিনি বললেন, ”রাখিকে লাল, শাড়ি, গয়না পরে একেবারে বাঙালি মেয়ে লাগছে। রাখি মানেই তো বন্ধন। আশা করি, কলকাতায় এসে এখানকার মানুষের সঙ্গে একটা নতুন বন্ধনে যুক্ত হতে পেরেছেন রাখি। আশা করি তিনি বার বার মুম্বই থেকে কলকাতায় আসবেন!” কথার মাঝে নিজের কায়দায় ‘ও লাভলি’ও বলে উঠলেন মদন মিত্র (Madan Mitra)।
[আরও পড়ুন: ছেলের জন্যই প্রথা ভাঙলেন শাহরুখ! জন্মদিনে অনুরাগীদের দেখা দিলেন না বাদশা]
বুধবার কলকাতায় পাশ্চত্য পোশাক পরে পা রাখলেও, মণ্ডপ উদ্বোধনের সময় একেবারে অন্য সাজে ধরা দিলেন রাখি। আটপৌরে ঢঙে লাল টুকটুকে বেনারসি শাড়ি, মাথায় টায়রা, টিকলি পরে রাখীকে এদিন দেখা গেল একেবারে অন্য রূপে। কথায় কথায় রাখী জানালেন, ”কলকাতায় এসে আমার দারুণ লেগেছে। এখানকার মানুষেরা খুবই ভাল। আমি কলকাতাকে ভালবেসে ফেলেছি!” সবাইকে দিওয়ালির শুভেচ্ছাও জানালেন রাখি সাওয়ান্ত।