সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডের সুপারহিট জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ফের প্রমাণ করে দিলেন, তাঁরাই বোঝেন বাঙালির নার্ভ। আর তাই তো পুজোর বক্স অফিসকেও নিজের হাতের মুঠোয় রাখলেন নন্দিতা ও শিবপ্রসাদ। এবার তাঁদের তুরুপের তাস ‘রক্তবীজ’। টান টান চিত্রনাট্য, দুর্দান্ত অভিনয় এবং দুর্গাপুজোর আবহে বাস্তব এক ঘটনাকে পর্দায় তুলে ধরলেন পরিচালক জুটি। সঙ্গে গল্পে নানা টুইস্ট। সব মিলিয়ে পুজোর ছবির তালিকায় কিন্তু শীর্ষেই রয়েছে ‘রক্তবীজ’। আর থাকবে নাই বা কেন, বক্স অফিসের অঙ্কও তো নন্দিতা ও শিবপ্রসাদের হাতের মুঠোতেই। তার প্রমাণ নবমী-দশমীর বক্স অফিস রিপোর্ট।
[আরও পড়ুন: অবশেষে সলমনের ছবির গানে অরিজিৎ, ‘প্রভু’র নাম নিয়েই ‘টাইগার ৩’র যুগলবন্দি]
বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, নবমীতে গোটা বাংলা জুড়ে একশোরও বেশি শো প্রায় হাউজফুল ছিল। তবে শুধু নবমী নয়, দশমীতে ১২৫ টা শোয়েও সমান উন্মাদনা।
তবে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ধারাবাহিক সাফল্যের ইতিহাসে মাইলফলক হয়ে থাকল ‘রক্তবীজ’। বারো বছর অপেক্ষার পর তাঁরা ছবি এনেছেন দুর্গাপুজোর সময়ে। এ ছবি হিটমেকার পরিচালক জুটির অ্যাওয়ে ম্যাচ বলা যায়। উৎসবের আবহে তাঁরা নিজেদের পরিচালনার ছবি নিয়ে এলেন প্রথমবার। এবং থ্রিলার ঘরানার অ্যাকশন প্যাকড ছবি তাঁরা আগে করেননি। তুলনামূলকভাবে অচেনা পিচেও তাঁদের সাহসী ব্যাটিং মুগ্ধ করল। এতদিন দেখেছি উইন্ডোজ-এর ছবি মানেই পারিবারিক বিনোদন আর সামাজিক বার্তার স্বাদু ককটেল। সেই জনার থেকে সরে এসে রুদ্ধশ্বাস থ্রিলার উপহার দিলেন তাঁরা। সন্ত্রাসের বারুদ-গন্ধ আর শিউলি-সৌরভ মিলেমিশে একাকার। দর্শকের নাড়ির গতি বুঝতে নন্দিতা-শিবপ্রসাদ যে কতখানি অব্যর্থ ‘রক্তবীজ’ বুঝিয়ে দিল। ওটিটি-অভ্যস্ত দর্শককে একটি নির্ভেজাল বাঙালি-থ্রিলার উপহার দিলেন তাঁরা।