shono
Advertisement

Breaking News

প্রতিযোগিতার বাজারেও দৌড়চ্ছে ‘রক্তবীজ’, কম হল পেয়েও ১৬ দিনে দেশজুড়ে কত কোটির দুয়ারে?

ইতিমধ্যেই প্রায় আড়াই লক্ষ দর্শক দেখে ফেলেছেন নন্দিতা-শিবপ্রসাদের ছবি।
Posted: 03:48 PM Nov 04, 2023Updated: 03:48 PM Nov 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছরের অপেক্ষার ফসল। পুজোর মরসুমে টলিপাড়ার ‘ব্লকবাস্টার’ ‘রক্তবীজ’ (Raktabeej)। গত ২৭ অক্টোবর প্যান ইন্ডিয়া রিলিজ করেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। বাংলার পর এবার প্রবাসী রাজ্যের দর্শকদেরও ভালোবাসা কুড়োচ্ছে ‘রক্তবীজ’। জাতীয়স্তরের সিনেসমালোচকদের কলমেও এই ছবির মার্কশিটে ঝকঝকে নম্বর বসেছে।

Advertisement

প্রযোজনা সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় আড়াই লক্ষ দর্শক দেখে ফেলেছেন নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত এই ছবি। শুধু তাই নয়, এই কদিনেই পাঁচ কোটির দুয়ারে ‘রক্তবীজ’। যে ছবিতে প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জাতীয়স্তরেও বহুল প্রশংসিত হয়েছে দুই টলিউড তারকা মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়ের অভিনয়। উল্লেখ্য, ‘রক্তবীজ’ পরিচালকদ্বয়ের হাত ধরে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ ছবিটি দিয়ে বলিউড ডেবিউ করলেন মিমি। উইন্ডোজ-এর তরফে জানা গেল, অপেক্ষাকৃত কম হল পেয়েও ১৬ দিনে জাতীয়স্তরে ৪.৫৮ কোটি টাকা আয় করেছে ‘রক্তবীজ’।

[আরও পড়ুন: শাহরুখের জন্মদিনের পার্টি মাতালেন দুই রণবীর, নাচলেন দীপিকা, প্রেমে মজে আলিয়া]

প্রসঙ্গত, উৎসবের মরসুমে দাপিয়ে ব্যাটিং করছে টলিউড ব্রিগেড। অতিমারী উত্তর পর্ব থেকেই খবর, বাংলা সিনেমা নাকি ‘হালে পানি পাচ্ছে না’! টলিউডের সুদিন-দুর্দিন নিয়েও চর্চার অন্ত নেই। তবে এবারের পুজোয় চাঙ্গা বাংলা সিনে ইন্ডাস্ট্রির বক্স অফিস। আর বক্স অফিসের রিপোর্টকার্ড নিয়ে যখন চর্চার অন্ত নেই, তখন দর্শকদের ভালোবাসাকে বুকে আঁকড়েই ‘রক্তবীজ’-এর বিজয়রথ ছুটিয়েছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

উপরন্তু এই প্রথম পুজোর মরসুমে সিনেমা রিলিজ করেছেন নন্দিতা-শিবপ্রসাদ। ১২ বছরের সেই অপেক্ষা বিফলে যায়নি। দলে দলে সিনেমা হল ভরিয়ে রায় দিয়েছেন বাংলার দর্শকরা। প্রযোজনা সংস্থার তরফে খবর, বাংলার বাইরেও বাঙালি সিনেমাপ্রেমীরা ভূয়সী প্রশংসা করছেন।

[আরও পড়ুন: সুগার ফল করে অসুস্থ! মাঝরাতে দীপঙ্করকে নিয়ে হাসপাতালে ছুটলেন স্ত্রী দোলন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement