shono
Advertisement

‘রাম শুধু হিন্দুদের নন’, অযোধ্যায় মোদির মেগা শোর মাঝে মন্তব্য ফারুক আবদুল্লার

বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে রামমন্দির।
Posted: 12:06 PM Dec 30, 2023Updated: 12:13 PM Dec 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন। শনিবার অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যা বিমানবন্দর, রেল স্টেশনের উদ্বোধন থেকে মেগা রোড শো। একগুচ্ছ কর্মসূচী রয়েছে তাঁর। এর মাঝেই রামমন্দির নিয়ে মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। ভগবান রাম শুধু হিন্দুদের নন। মন্তব্য বর্ষীয়ান নেতার।  

Advertisement

এএনআই সূত্রে খবর, শনিবার ন্যাশনাল কনফারেন্সের প্রধান বলেন, “অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন হতে চলেছে। যারা এই মন্দির গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করেছেন তাঁদের অনেক অভিনন্দন। এখন রামমন্দির তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আমি সবাইকে বলতে চাই ভগবান রাম শুধু হিন্দুদের নন, গোটা বিশ্বের সকলের। বইতেও এর উল্লেখ আছে। রাম সৌভ্রাতৃত্ব, ভালোবাসা ও একতার কথা বলতেন। তিনি সব সময় দুর্গতদের সাহায্য করতেন। কোনও সময় তাঁদের ধর্ম, বর্ণ, ভাষা নিয়ে প্রশ্ন তুলতেন না। তিনি বিশ্ববাসীর জন্য বার্তা দিতেন। এবার এই মন্দিরের দ্বার উদ্ঘাটন হতে চলেছে। আমি সবাইকে এই সৌভ্রাতৃত্ব বজায় রাখার কথা বলব।” 

[আরও পড়ুন: আজ অযোধ্যা বিমানবন্দর, রেল স্টেশনের উদ্বোধন, মেগা শো দিয়েই ভোট প্রচার শুরু মোদির]

আগামী লোকসভা ভোটে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে রামমন্দির। রাজনৈতিক মহলের মত, মেরুকরণের লক্ষ্যেই রামমন্দিরকে সামনে রেখে এখন থেকেই দেশজুড়ে প্রচারের ঝড় তুলতে চাইছে বিজেপি। আর তার রাশ স্বয়ং নিজের হাতে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দির উদ্বোধনের ২৩ দিন বাকি থাকলেও আজ, শনিবার অযোধ্যায় মোদির ১৫ কিলোমিটার রোড শো’র মধ্য দিয়েই বিজেপি কার্যত লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিতে চলেছে। একই সঙ্গে এদিন অযোধ্যার উন্নয়নের জন্য বিরাট অঙ্কের প্রকল্প ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, ১৫,৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হবে।

রামমন্দিরের উদ্বোধনে মোদি যে হাজির থাকবেন, তা আগেই ঠিক হয়ে রয়েছে। এমনকী মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার সময় যে হাতে গোনা পাঁচজন থাকবেন, সেখানেও প্রধান ভূমিকা পালন করবেন তিনিই। রামলালাকে আয়নার মাধ্যমে মুখমণ্ডল দর্শন করানো এবং কাজল পরানোর কাজ স্বয়ং প্রধানমন্ত্রীই সারবেন বলে শোনা যাচ্ছে। রামমন্দির নিয়ে মানুষের মনে আগ্রহ তৈরি করতে বহুদিন ধরেই গোটা দেশজুড়ে প্রচার চালাচ্ছে সংঘ পরিবার।

[আরও পড়ুন: রাইমার সিনেমা দেখতে বলছেন মোদি, লোকসভা ভোটের আগে কেন এই টোটকা প্রধানমন্ত্রীর?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement