সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের মার্চ মাস পর্যন্ত রাম মন্দির (Ram Mandir) নির্মাণে খরচ হয়েছে ৯০০ কোটি টাকা। জানাল শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি। তার পর থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত মন্দির নির্মাণে খরচ হয়েছে ৯০০ কোটি টাকা।
উল্লেখ্য, অযোধ্যার (Ayodhya) বিতর্কিত জমিতে বিশ্বের বৃহত্তম রাম মন্দিরের দৈর্ঘ্যে হচ্ছে ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট। উচ্চতা ১৬১ ফুট। ৩৯২টি স্তম্ভ ধরে রাখবে বিশাল মন্দিরকে। খাঁটি সেগুন খাট দিয়ে তৈরি হচ্ছে মন্দিরের ৪৬টি দরজা। গর্ভগৃহের দরজা হবে স্বর্ণখচিত। এই মন্দির নির্মাণের সামগ্রী আসছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। মন্দির নির্মাণের অর্থও আসছে ভক্তদের দানধ্যান থেকেই।
[আরও পড়ুন: ‘গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করব’, হুঙ্কার নেতানিয়াহুর! হামাস-ইজরায়েল সংঘর্ষে মৃত পাঁচশোর বেশি]
আনুষ্ঠানিকভাবে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের (Sri Ramjanmabhumi Tirtha Khetre trust) মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়ে দিলেন, ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন হবে। ডিসেম্বরের মধ্যেই রাম মন্দিরের ভূতলের নির্মাণ সম্পূর্ণ হয়ে যাবে। প্রতিষ্ঠা সমারোহ হবে ২২ জানুয়ারি। শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে প্রধান জানিয়েছেন, রাম মন্দির কমিটির অ্যাকাউন্টে এখনও ২ হাজার কোটি টাকা আছে।
[আরও পড়ুন: ‘এখনই বেরিয়ে যান, ফিরহাদ আমাদের ভগবান’, CBI হানার বিরুদ্ধে সরব মেয়র অনুগামীরা]
উল্লেখ্য, ভোটের মুখে ইন্ডিয়া জোটকে টেক্কা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপির প্রধান অস্ত্রই হতে চলেছে এই রাম মন্দির। এই মন্দির নির্মাণকে সামনে রেখে আসন্ন লোকসভা (Lok Sabha Eletion) নির্বাচনে হিন্দু ভোটের মেরুকরণের লক্ষ্য নিয়ে রেখেছে বিজেপি নেতৃত্ব।