shono
Advertisement

মেদিনীপুরে তৃণমূলের রামমন্দিরের উদ্বোধন, ‘রাম কারও একার নয়’, দিলীপকে কটাক্ষ জুনের

মেদিনীপুরের রামমন্দির নিয়ে শাসকদলকে নিশানা দিলীপ ঘোষের।
Posted: 06:01 PM Jan 15, 2024Updated: 07:52 PM Jan 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যার আগেই মেদিনীপুরে উদ্বোধন হল রাম-সীতা-হনুমানজির মন্দির। উপস্থিত ছিলেন খোদ বিধায়ক জুন মালিয়া। বিকেলে গঙ্গা আরতি করছেন বেনারস থেকে আসা পুরোহিতরা। সেই মুহূর্তের সাক্ষী হতে ভিড় করেছেন স্থানীয়রা।

Advertisement

মেদিনীপুর পুরসভা এলাকায় বহুদিন ধরেই ছিল মন্দিরটি। কাঁসাই নদীর গান্ধীঘাটে অম্রুত প্রকল্প হওয়ার সময় পুরসভার জল প্রকল্প নির্মাণের স্বার্থে মন্দিরটি সরানো হয়। সেই মন্দিরটি স্থানীয়দের প্রচেষ্টা এবং মেদিনীপুর পুরসভার সহযোগিতায় আবার নতুন রূপে নির্মাণ করা হয়েছে। সোমবার উদ্বোধন হয়ে গেল সেই মন্দিরটি। মন্দিরে পুজো দিলেন বিধায়ক জুন মালিয়া।

[আরও পড়ুন: বিমান ছাড়তে দেরি, ঘোষণা শুনেই পাইলটের মুখে সজোরে ঘুসি যাত্রীর! ভাইরাল ভিডিও]

মেদিনীপুরে রামমন্দির নিয়ে শাসকদলকে নিশানা করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, “এখানে রামমন্দির হলে ঠিক, অযোধ্যায় হলে ঠিক না, এটা উচিত না। আমন্ত্রণ পাওয়ার পরও ওঁরা যেতে চাইছে না। এদিকে এখানে রামমন্দির করছেন।” পালটা দিয়েছেন জুন মালিয়া। তিনি বলেন, “রাম কি দিলীপ দার একার নাকি। রাম সবার। মন্দিরটা আগেও ছিল। প্রকল্পের কাজের জন্য সরানো হয়।” জুন মালিয়ার দাবি, আজকের দিনটি শুভ বলেই এদিন এই উদ্বোধনের সিদ্ধান্ত।

[আরও পড়ুন: যুব ব্রিগেডের সাফল্য, সিপিএমে দলীয় সদস্যপদে অগ্রাধিকার পাবেন ৩১ বছরের কমবয়সিরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার