সঞ্জিত ঘোষ, নদিয়া: বড়সড় ডাকাতির ছক বানচাল। পুলিশি তৎপরতায় ডাকাতির আগেই গ্রেপ্তার দুই দুষ্কতী। দিন কয়েক আগেই নদিয়ার এক সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি হয়েছিল। কোটি টাকার সোনা লুট হয়। তবে পুলিশের দুঃসাহসিকতায় ধরা পড়ে যায় দুষ্কৃতী। এবারও রানাঘাট পুলিশের তৎপরতায় ডাকাতির আগেই ধরা পড়ল দুই দুষ্কৃতী।
সোনার দোকানে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কিষাণ মান্ডি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ৫-৭ জনের দুষ্কৃতী দল। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে দুই কুখ্যাত দুষ্কৃতী শ্যামল রায় এবং জাকির হোসেনকে গ্রেপ্তার করে রানাঘাট থানার পুলিশ। তবে পালিয়ে যায় বাকি দুষ্কৃতীরা।
[আরও পড়ুন: ৪৫ হাজারি বিলের ঝটকা! বিদ্যুৎ বিভাগের কেরামতিতে হতভম্ব হুগলির বাসিন্দা]
বাজেয়াপ্ত হয়েছে একটি গাড়ি। দুই দুষ্কৃতীকে রানাঘাট আদালতে তুলছে পুলিশ। বাকি দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। প্রসঙ্গত, দিন কয়েক আগেই রানাঘাটের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি ঘটে। সেই ঘটনায় পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয় ডাকাতদের। পুলিশের গুলিতে জখম হয় দুই ডাকাত হাতেনাতে ধরে ফেলে পাঁচ দুষ্কৃতীকে।