shono
Advertisement

বায়োপিকে সৌরভের ভূমিকায় কে? অভিনেতার নাম কার্যত চূড়ান্ত করলেন প্রযোজকরা

শীঘ্রই কলকাতায় শুরু হবে ছবির শুটিং।
Posted: 11:07 AM Feb 23, 2023Updated: 11:07 AM Feb 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) জীবন্ত করে তোলার দায়িত্ব সম্ভবত পাচ্ছেন রণবীর কাপুর! সব ঠিক থাকলে সৌরভের বায়োপিকে মহারাজের ভূমিকায় অভিনয় করবেন ঋষি-তনয়ই। সূত্রের খবর, সৌরভের ভূমিকায় অভিনয় করার জন্য রণবীরকেই চূড়ান্ত করেছেন প্রযোজকরা।

Advertisement

আসলে সৌরভের কেরিয়ার বর্ণময়। ভারতীয় ক্রিকেটের সফল অধিনায়ক থেকে চ্যাপেলের আমলে বঞ্চনা পর্ব। সেই বঞ্চনা পর্ব মিটিয়ে ফের বোর্ড সভাপতির পদে মহারাজকীয় প্রত্যাবর্তন। সাফল্য-বঞ্চনার এই ঘটনাবহুল কাহিনী পর্দায় ফুটিয়ে তোলা বেশ কঠিন কাজ। তাই প্রযোজকরা সৌরভের ভূমিকায় কোনও দক্ষ অভিনেতাকেই চাইছিলেন। শেষ পর্যন্ত রণবীরের (Ranbir Kapoor) নাম চূড়ান্ত হয়েছে বলে খবর।

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে ৬ হাজার ‘পাটোয়ারি’ পদে আবেদন ১২ লক্ষের, প্রার্থীরা কেউ ডক্টরেট, কেউ ইঞ্জিনিয়ার]

ইতিমধ্যেই নিজের বায়োপিকের স্ক্রিপ্ট নিয়ে দীর্ঘদিন প্রযোজকদের সঙ্গে আলোচনা করেছেন সৌরভ। ক্রিকেট কেরিয়ারের যাবতীয় গল্প শুনিয়েছেন। স্ক্রিপ্ট তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে জোরকদমে। প্রযোজকদের আশা, আগামী কয়েকমাসের মধ‌্যেই স্ক্রিপ্ট তৈরির কাজ শেষ হয়ে যাবে। সৌরভের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার আগে থেকেই নাকি প্রযোজকরা রণবীরের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু অভিনেতার ডেট পাওয়াটা মুশকিল হচ্ছিল। সূত্রের খবর, সব সমস্যা মিটিয়ে ‘ব্রহ্মাস্ত্র’ তারকাকেই ‘দাদা’র জীবন পর্দায় ফুটিয়ে তোলার জন্য বেছে নিয়েছেন প্রযোজকরা।

[আরও পড়ুন: শিব সেনার নাম-প্রতীক আপাতত শিণ্ডেদেরই, সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না উদ্ধব]

বেশ কয়েক দফা আলোচনার পর রণবীর সৌরভের ভূমিকায় অভিনয়ে সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে। সৌরভও নিজের চরিত্রের জন্য রণবীরের নামে আপত্তি জানাননি। যদিও নিজের বায়োপিকের জন্য মহারাজের প্রথম পছন্দ নাকি ছিলেন রণবীর সিং। কিন্তু রণবীর সদ্যই কপিল দেবের (Kapil Dev) চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। এবার রণবীর কাপুরের সামনে চ্যালেঞ্জ সৌরভের চরিত্র দক্ষতার সামনে ফুটিইয়ে তোলার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement