shono
Advertisement

Breaking News

নেশাগ্রস্ত রণবীর কাপুর! শুটিং ফ্লোরে নাচের ভিডিও ভাইরাল হতেই জোরচর্চায় ঋষিপুত্র

রণবীরের কাণ্ড দেখে হতবাক অনুরাগীরা।
Posted: 11:43 AM Jul 11, 2023Updated: 11:43 AM Jul 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎই সোশ্য়াল মিডিয়ার হাত ধরে ভাইরাল হল রণবীর কাপুরের একটি নাচের ভিডিও। যেখানে দেখা গেল চোখ বুজে, দু’হাত তুলে নাচছেন রণবীর। আর আশে পাশে শুটিং টিম।

Advertisement

আসলে সম্প্রতি অ্যানিমেল ছবির একাংশের শুটিং শেষ করেছেন রণবীর। পাঞ্জাবের এই শুটিং স্পটে শুটিং শেষ হতেই আনন্দে নেচে উঠেছেন তিনি।

[আরও পড়ুন: দিদি প্রিয়াঙ্কার মতোই ‘স্মার্ট খিলাড়ি’! বিয়ের আগেই ব্যবসা শুরু করলেন পরিণীতি চোপড়া]

তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন রণবীর। এই ভিডিও দেখে অনেকেই মনে করছেন রণবীর হয়তো নেশাগ্রস্ত হয়ে এরকমটা নেচেছেন। কিন্ত সূত্র বলছে, এই নাচের সময় একেবারেই সুস্থ ছিলেন রণবীর। শুধুমাত্র আনন্দের চোটেই এমনটা নেচেছেন ঋষিপুত্র।

সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’-এর প্রি-টিজার প্রকাশ্যে আসতেই সরগরম নেটপাড়া। যেখানে একেবারে অ্য়াকশন প্যাকড লুকে দেখা গিয়েছে রণবীরকে। যা দেখে উল্লাসে ফেটে পড়েছেন রণবীর অনুরাগীরা। পাশাপাশি সিনে-সমালোচকদের ভবিষ্যদ্বাণী এই ছবি বক্সঅফিসে দারুণ ব্যবসা করবে।

[আরও পড়ুন: জলসার বাইরে জনঅরণ্য! ‘অভুক্ত’ খুদে ফুলওয়ালির থেকে ৫ হাজার টাকার ‘গজরা’ কিনলেন অমিতাভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement