shono
Advertisement

২০০ কোটির ক্লাবে রণবীরের প্রথম কোনও ছবি, মাত্র ৭ দিনেই কামাল ‘সঞ্জু’র

কতদিনে হবে ৩০০ কোটি? The post ২০০ কোটির ক্লাবে রণবীরের প্রথম কোনও ছবি, মাত্র ৭ দিনেই কামাল ‘সঞ্জু’র appeared first on Sangbad Pratidin.
Posted: 05:45 PM Jul 06, 2018Updated: 06:17 PM Jul 06, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ‘জাদু কি ঝাপ্পি’ পেলেন রণবীর ‘সঞ্জু’ কাপুর। এতদিনের কেরিয়ারে প্রথম ২০০ কোটির মুখ দেখল তাঁর ছবি। বলিউডের এই এলিট ক্লাবের সদস্যপদ পেলেন কাপুর পরিবারের সদস্য। মাত্র এক সপ্তাহেই ২০২.৪৭ কোটি টাকার ব্যবসা করে ফেলল পরিচালক রাজকুমার হিরানির ছবি।

Advertisement

[করেনজিত থেকে সানি লিওন, বোল্ড জার্নির ঝলক বায়োপিকের ট্রেলারে]

প্রথমদিন থেকেই ঝোড়ো ইনিংস খেলছে পরিচালক রাজকুমার হিরানির ছবি। প্রথম দিন সঞ্জুর আয় ছিল ৩৪.৭৫ কোটি টাকা। শনিবার ৩৮.৬০ কোটি টাকা। রবিবারের বক্স অফিসে ৪৬.৭১ কোটি টাকার ব্যবসা করে সঞ্জয় দত্তের বায়োপিক। মাত্র তিন দিনেই তা একশো কোটির ক্লাবে ঢুকে যায়। এরপরই প্রশ্ন ওঠে, সাতদিনের মধ্যে কি ২০০ কোটির ক্লাবে ঢুকতে পারবে ‘সঞ্জু’? পারল। রণবীর কাপুর অবশেষে পারলেন সেই মাইলস্টোন ছুঁতে। তাঁর জীবনের প্রথম কোনও ছবি ২০০ কোটির ক্লাবে পা রাখল। আর পেলেন নিজের সবচেয়ে সফল ছবি। যার সাফল্যের ধারা এখনও অব্যাহত।

 

[দর্শকদের ভয় দেখাতে আসছে নুসরত-যশ জুটি, জানেন কোন ছবিতে?]

প্রায় এক দশকের কেরিয়ার বলিউডে। হাতে কয়েকটি হিট সিনেমাও রয়েছে। কিন্তু কোনও ছবিই মুক্তির পরবর্তীকালে ২০০ কোটির ব্যবসা করতে পারেনি। এর আগে রণবীরের জীবনে সবচেয়ে সফল ছবি ছিল ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’। অয়ন মুখোপাধ্যায়ের সে ছবির ১৮৮ কোটির ব্যবসা করেছিল। তারপর অনুরাগ বসুর ‘বরফি’। ১৭৫ কোটি টাকা আয় ‘বরফি’র। সেই সব রেকর্ডকে পিছনে ফেলে আপাতত এগিয়ে সঞ্জু। প্রশংসিত ভিকি কৌশল, সোনম কাপুর, অনুষ্কা শর্মা, পরেশ রাওয়ালদের অভিনয়ও। খুব শিগগিরিই ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে রণবীরের এই ছবি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই আবার শোনা গিয়েছে, রাজকুমারের পরের ছবিতেও রণবীরকেই নায়ক হিসেবে দেখা যাবে।

[অপরাধীদের গৌরবাণ্বিত করা অনুচিত, ‘সঞ্জু’ প্রসঙ্গে খোঁচা প্রাক্তন পুলিশ কমিশনারের]

The post ২০০ কোটির ক্লাবে রণবীরের প্রথম কোনও ছবি, মাত্র ৭ দিনেই কামাল ‘সঞ্জু’র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement