shono
Advertisement

অভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর কাপুর! হঠাৎ কী হল অভিনেতার?

মুক্তির অপেক্ষায় রণবীরের 'অ্যানিমেল' ছবি।
Posted: 02:46 PM Oct 25, 2023Updated: 02:46 PM Oct 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৬ মাসের জন্য অভিনয় থেকে বিরতি নিচ্ছেন রণবীর কাপুর। নাহ, কোনও গুঞ্জন নয়, বরং এক সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছেন রণবীর। রণবীর জানান, অভিনয় থেকে বিরতি নিয়ে কয়েকমাস একটু মেয়ে রাহার সঙ্গে সময় কাটাতে চাই। রণবীরের কথায়, পর পর সিনেমার শুটিং থাকায় রাহাকে খুব একটা বেশি সময় দিতে পারেননি নাকি তিনি, সেই কারণেই আপাতত ৬ মাস ক্য়ামেরার সামনে থেকে দূরে থাকবেন ঋষিপুত্র।

Advertisement

আপাতত মুক্তির অপেক্ষায় রণবীরের ‘অ্যানিমেল’ ছবি। ইতিমধ্যেই অ্যানিমেল ছবিতে রণবীর লুক প্রশংসিত। অন্যদিকে শোনা যাচ্ছে, পরিচালক নীতিশ তিওয়ারির রামায়ণ ছবিতে সই করেছেন রণবীর। তাই আপাতত, নতুন ছবির শুটিং শুরু করার আগে ৬ মাস ব্রেক নিতে চাইছেন রণবীর।

[আরও পড়ুন: মদ্যপ অবস্থায় থানায় তাণ্ডব! কেরলে গ্রেপ্তার রজনীকান্তের ‘জেলার’ সিনেমার ভিলেন]

অন্যদিকে রণবীরের স্ত্রী অর্থাৎ আলিয়া ভাট সদ্য শুরু করেছেন করণ জোহরের প্রযোজনায় তৈরি ছবি জিগর-এর। একদিকে যখন স্ত্রী ব্যস্ত থাকবেন শুটিংয়ে, অন্যদিকে ছোট্ট রাহাকে সামলাবেন রণবীর।

কয়েক দিন আগেই অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে ইডির ডাক পেয়েছিলেন রণবীর। ইডি সূত্র মারফৎ জানা গিয়েছে, “রণবীর হয়তো এই অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারির সঙ্গে সরাসরি যুক্ত নন। তাই এমতাবস্থায় তাঁকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়নি। ওই সংস্থা থেকে যে টাকা তিনি পেয়েছেন, সেই টাকার উৎস সম্পর্কে তাঁর কতটা ধারণা রয়েছে, কিংবা ওই সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কিত কতটা তথ্য রয়েছে তাঁর কাছে, সেসব তথ্য বের করতেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।”

[আরও পড়ুন: জীতুর সঙ্গে স্কুটারে ঘোরার পুরনো ভিডিও শেয়ার, বিসর্জনের বিষণ্ণতায় মনখারাপ নবনীতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement