shono
Advertisement

ব্রহ্মাস্ত্র ছবিতে অমিতাভের চেয়েও বেশি পারিশ্রমিক রণবীরের, টাকার অঙ্ক জানলে অবাক হবেন!

আলিয়া ও অমিতাভ পেয়েছেন প্রায় একই পারিশ্রমিক!
Posted: 09:26 PM Jun 20, 2022Updated: 09:27 PM Jun 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝুলিতে ফ্লপ ছবির সংখ্যাই বেশি রণবীর কাপুরের। আলিয়ার সঙ্গে প্রেম, আলিয়ার সঙ্গে বিয়ে এসব নিয়েই গত কয়েক বছর ধরে খবরের শিরোনামে থাকতে দেখা গিয়েছে তাঁকে। অবশ্য ব্রহ্মাস্ত্র ছবির জন্য ইদানিং রণবীর বারে বারে ফিরে আসছেন আলোচনায়। আর এবার বলিউডে নতুন গুঞ্জন হল, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য নাকি সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন রণবীর! হ্যাঁ, যে ছবিতে অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, এমনকী, ছোট্ট চরিত্রে শাহরুখ রয়েছেন, সেই ছবিতে রণবীর পেলেন সবচেয়ে বেশি পারিশ্রমিক!

Advertisement

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ব্রহ্মাস্ত্র ছবির জন্য রণবীর পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ৩০ কোটি টাকা! অন্যদিকে শোনা গিয়েছে, অমিতাভের পারিশ্রমিক ১০ কোটি! আলিয়ার পারিশ্রমিক আট থেকে দশ কোটি। অর্থাৎ হিসেবে বলছে ব্রহ্মাস্ত্র ছবিতে আলিয়া ও অমিতাভের পারিশ্রমিকের তফাৎ খুব একটা বেশি নয়! অন্যদিকে, এই ছবিতে খল চরিত্রে রয়েছেন মৌনী রায়। তার পারিশ্রমিক তিন কোটি টাকা। শোনা গিয়েছে, নার্গাজুনের পারিশ্রমিক ১১ কোটি টাকা! সব মিলিয়ে এই ছবি যে বিশাল বাজাটের তা অভিনেতাদের পারিশ্রমিকের অঙ্ক দেখলেই বোঝা যায়।

[আরও পড়ুন: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হিটলিস্টে ছিলেন করণ জোহরও! ফাঁস চাঞ্চল্যকর তথ্য]

বলিউডের বহু প্রতীক্ষিত এই ছবির ঘোষণা করা হয়েছিল ২০১৪ সালে। ঠিক হয় অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। পরে ২০১৭ সালে প্রযোজক করণ জোহর জানান, ট্রিলজি হিসেবে ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি করা হবে। সেই মতো ২০১৮ সালে ছবির শুটিং শুরু করেন অয়ন।

বেনারসের পাশাপাশি বুলগেরিয়াতেও ‘ব্রহ্মাস্ত্র’র (Brahmastra) শুটিং হয়েছে। সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং নাগার্জুনের মতো তারকা। ছবিতে রণবীরের চরিত্রের নাম শিব। আর আলিয়া অভিনয় করেছেন ইশার চরিত্রে। আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় শিব। অলৌকিক ক্ষমতা রয়েছে তার। আগুনে পোড়ে না তার শরীর। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোমের মতো পঞ্চভূতের রহস্যে।

‘ব্রহ্মাস্ত্র’র তিনটি পর্বের এই প্রথম পর্বে মূলত শিবের কাহিনিই দেখানো হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মৌনি রায়, ডিম্পল কাপাডিয়া, দিব্যেন্দু শর্মা, ধ্রুব সেহগল, সৌরভ গুজ্জর। ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে (Shah Rukh Khan)। শোনা গিয়েছে, বিজ্ঞানীর ভূমিকায় দেখা যাবে বলিউড বাদশাকে। শোনা যায়, এই ছবির শুটিং চলাকালীনই প্রেমে পড়েন রণবীর ও আলিয়া। চলতি বছরের ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন দুই তারকা। সেদিন ছবির সামান্য ঝলক প্রকাশ করেছিলেন পরিচালক অয়ন। এতদিনে প্রকাশ্যে এল ট্রেলার। সিনেমা হলে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।

[আরও পড়ুন: জুতো পরে মন্দিরে প্রবেশ করেছিলেন রণবীর? ‘ব্রহ্মাস্ত্র’ বিতর্কে মুখ খুললেন পরিচালক অয়ন ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement