shono
Advertisement

একের পর এক ঠোঁটঠাসা চুমু! রণবীর-রশ্মিকার প্রেমে ভরপুর ভিডিও ঘিরে উত্তাল বলিউড

'অ্যানিমেল' ছবিতে জুটি বেঁধেছেন রশ্মিকা ও রণবীর।
Posted: 01:01 PM Oct 11, 2023Updated: 01:01 PM Oct 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সামনেই রণবীরের ঠোঁটে ঠোঁট রাখলেন রশ্মিকা মান্দানা। তার পরই টুক করে বিমানে চড়ে উড়ে গেলেন আকাশপথে। সেখানেও ককপিটে বসে চুমু! তার পর বরফ ঘেরা পাহাড়ি মাঝে রণবীরের গলায় মালা। সেখানেও চুমু। একের পর এক চুমু ভরা রশ্মিকা ও রণবীরের ভিডিও এখন টক অফ দ্য টাউন। সঙ্গে অ্য়ানিমেল ছবি হুয়া ম্য়ায়ও সুপারহিট হওয়ার তালিকায় ইতিমধ্য়েই নাম লিখিয়ে ফেলেছে।

Advertisement

বুধবার মুক্তি পেল রণবীর ও রশ্মিকা অভিনীত নতুন ছবি ‘অ্যানিমেল’-এর গান ‘হুয়া ম্যায়’। সেই গানের একটি ঝলকেই রশ্মিকাকে ঠোঁটঠাসা চুমু খেলেন রণবীর। আর সেই গানের ভিডিও ঘিরেই একেবারে হইচই পড়ে গেল বলিপাড়ায়।

[আরও পড়ুন: ‘প্রয়োজনে আবারও প্রতিবাদী মঞ্চে যাব’, টেলি সম্মান পেয়েও সোজাসাপটা কৌশিক সেন]

‘অ্যানিম্যাল’ (Animal), যেমন সিনেমার নাম, তেমনই রণবীর কাপুরের অবতার। চোখেমুখে হিংস্রতার ছাপ। ভয়াল চেহারা। এক নজরে অভিনেতাকে দেখে চেনা দায় ছিল ‘অ্যানিম্যাল’-এর পয়লা ঝলকে। এবার নতুন পোস্টারে আরও রোমহর্ষক রণবীর (Ranbir Kapoor)। ঠোঁটে জ্বলন্ত সিগারেট! চোখে কালো রোদচশমা নিয়ে বন্য অবতারে ধরা দিলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা। একটা মানুষের বন্য হওয়ার নেপথ্যের কাহিনি ফুটে উঠল টিজারে।

‘অ্যানিম্যাল’ (Animal), যেমন সিনেমার নাম, তেমনই রণবীর কাপুরের অবতার। চোখেমুখে হিংস্রতার ছাপ। ভয়াল চেহারা। এক নজরে অভিনেতাকে দেখে চেনা দায় ছিল ‘অ্যানিম্যাল’-এর পয়লা ঝলকে। এবার নতুন পোস্টারে আরও রোমহর্ষক রণবীর (Ranbir Kapoor)। ঠোঁটে জ্বলন্ত সিগারেট! চোখে কালো রোদচশমা নিয়ে বন্য অবতারে ধরা দিলেন ‘অ্যানিম্যাল’ অভিনেতা। একটা মানুষের বন্য হওয়ার নেপথ্যের কাহিনি ফুটে উঠল টিজারে।

[আরও পড়ুন: গোপনে মা হলেন বিদ্যা বালন! মেয়ের ছবি ভাইরাল হতেই মুখ খুললেন অভিনেত্রী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement