সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝুলিতে নেই একটিমাত্র ছবি। তবুও সোশ্য়াল মিডিয়ায় উত্তাপ ছড়িয়ে মাঝে মধ্য়েই খবরের শিরোনামে উঠে আসেন বলিউড অভিনেত্রী আমিশা প্য়াটেল। তবে এবার উষ্ণতা ছড়িয়ে নয়, বরং টাকা তছরুপ করার অভিযোগে আইনি বিপাকে পড়লেন আমিশা প্যাটেল। জালিয়াতি এবং চেক বাউন্সের মামলায় আমিশা প্যাটেল ও তাঁর ব্যবসায়ীক সঙ্গী ক্রুনালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করল রাঁচির সিভিল কোর্ট। খবর অনুযায়ী, এই মামলায় আমিশাকে সমন পাঠানো হলেও, তিনি আদালতে হাজির ছিলেন না।
আমিশা প্য়াটেলের বিরুদ্ধে অভিযোগ করেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং। তাঁর কথায়, অভিযোগ আমিশা তাঁকে ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবির জন্য অর্থ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাঁর দাবি, তিনি ছবিটি নির্মাণ ও প্রচারের জন্য আমিশার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা স্থানান্তর করেছিলেন। ২০১৩ সালে ছবিটির শুটিং শুরু হলেও এখনো তা শেষ হয়নি।
[আরও পড়ুন: বাড়ি ফিরলেন ইন্ডিয়ান আইডলে দ্বিতীয় দেবস্মিতা, ঘরের মেয়েকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত বনগাঁবাসী]
আমিশা নাকি জানিয়ে ছিলেন ছবিটি শেষ হওয়ার পর সুদাসলে সব ফেরত দেবেন। তবে ৫০ লক্ষ টাকার দুটে চেক অভিনেত্রী দিলেও, তা বাউন্স হয়। এই ঘটনার পরই আমিশা ও তাঁর বিজনেস পার্টনার ক্রণালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।