সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কঙ্কালসার চেহারা। শরীরে যেন শুধুই হাড়। মাথার সামনে টাক। এমনই চেহারায় ছবি পোস্ট করলেন রণদীপ হুডা (Randeep Hooda)। আর তাতেই তোলপাড় সোশাল মিডিয়া।
এ কী হাল হয়েছে রণদীপের? এমন চেহারা কীভাবে হল অভিনেতার? এই প্রশ্ন জাগতেই পারে। উত্তর ক্যাপশনেই দিয়েছেন রণদীপ। তাঁর এই চেহারা ‘স্বতন্ত্র বীর সাভারকর’ (Swatantra Veer Savarkar) ছবির জন্য। ছবির নাম হ্যাশট্যাগে রেখে অভিনেতা লিখেছেন ‘কালাপানি’।
[আরও পড়ুন: ‘প্রতীক্ষা’য় শ্বেতার জন্মদিনে নেই ঐশ্বর্য! ননদের সঙ্গে ফের ঝামেলা অভিষেক ঘরনির?]
হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা ছিলেন বিনায়ক দামোদর সাভারকর। তাঁর চরিত্রেই ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিতে অভিনয় করছেন রণদীপ। অভিনয়ের পাশাপাশি এ ছবির পরিচালনাও করেছেন তিনি। উৎকর্ষ নৈথানির সঙ্গে মিলে যৌথভাবে লিখেছেন চিত্রনাট্য। আবার সিনেমার প্রযোজনাতেও অংশীদার রণদীপ।
প্রসঙ্গত, এর আগে ‘সরবজিৎ’ সিনেমার জন্য এভাবেই রণদীপ নিজের চেহারা ভেঙেছিলেন। এবার নাকি তিনি এমন কাজ করেছেন বীর সাভারকরের কালাপানির দৃশ্য ক্যামেরার সামনে ফুটিয়ে তুলতে। বোঝাই যাচ্ছে চূড়ান্ত ডায়েট মেনে নিজের শরীরকে এমন পর্যায়ে নিয়ে এসেছেন তারকা। আগামী ২২ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘স্বতন্ত্র বীর সাভারকর’। রণদীপ ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা লোখণ্ডে, অমিত সিয়াল, রাকেশ চতুর্বেদী, লোকেশ মিত্তল।