সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই অবাঙালি নায়িকার বাঙালিয়ানা নিয়ে সমাজ মাধ্যমে তুলকালাম কাণ্ড! আলিয়া ভাট না দীপিকা পাড়ুকোন, বঙ্গকন্যা সাজে কার পাল্লা ভারী? অনুরাগীদের মধ্যে তরজা তুঙ্গে!
মঙ্গলবার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই চর্চার শিরোনামে। বলিউডি ছবিতে বাঙালির ঘর-সংসার, রীত-রেওয়াজ দেখানো হয়েছে। বঙ্গসংস্কৃতি তুলে ধরতে রবীন্দ্রনাথ ঠাকুরের শরণাপন্নও হয়েছেন পরিচালক করণ জোহর। কারণ এই গল্পের নায়িকা রানি থুড়ি আলিয়া ভাট বাঙালি পরিবারের মেয়ে। তাঁর সাজ, বেশভূষায় বাঙালিয়ানা তুলে ধরার চেষ্টা হয়েছে। শাড়ি, নাকছাবি, টিপ… বঙ্গকন্যা আলিয়ার মুখে ‘খেলা হবে’ সংলাপ বাদ যায়নি কিছুই। তবে দীপিকা পাড়ুকোন ভক্তরা অবশ্য নাক সিঁটকেছেন!
[আরও পড়ুন: ‘আদিপুরুষ’ বিতর্কই কাল! ‘সালার’ ছবির টিজারে মুখও দেখালেন না প্রভাস]
উল্লেখ্য, ২০১৫ সালে সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ ছবিতে দীপিকা পাড়ুকোনকে বঙ্গকন্যা হিসেবে দেখা গিয়েছিল। বাবার ভূমিকায় অভিনয় করেন অমিতাভ বচ্চন। দিল্লিতে থাকা প্রবাসী পিকুর মিষ্টি বাঙালিয়ানা পরদায় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। উত্তর কলকাতার অলিগলিতে, ফেরির ঘাটে পিকু ওরফে দীপিকার বাঙালি ইমোশন দেখে যেমন হেঁসেছিলেন, তেমন গলা ধরে এসেছিল তাঁদের। সাজপোশাকে যদিও শাড়িকে খুব একটা প্রাধান্য দেওয়া হয়নি। তবে বর্তমানের বঙ্গনারীরা তো পাশ্চাত্যে পোশাকেও স্বচ্ছন্দ। এবার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলারে আলিয়াকে বাঙালি মেয়ে হিসেবে দেখে দীপিকা-ভক্তরা সমালোচনা শুরু করেছেন।
নিন্দুকদের কথায়, সব ঠিক আছে, তবে আলিয়াকে মানায়নি বাঙালি মেয়ে হিসেবে। আরেকজনের মন্তব্য, এখানে দীপিকা পাড়ুকোনকে কাস্ট করা উচিত ছিল। কেউ কেউ তো আবার দীপিকার ‘পিকু’ লুক শেয়ার করেও কাপুরবধূকে খোঁটা দিয়েছেন। তবে বাঙালি মেয়ে সাজে কে কাকে টেক্কা দিল? কিংবা ট্রেলারে রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করার অভিযোগ যতই উঠুক না কেন, ইতিমধ্যেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলার নেটপাড়ায় ট্রেন্ডিংয়ের শিরোনামে।