সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার প্রয়াত হলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের বাবা তথা পরিচালক-প্রযোজক রাম মুখোপাধ্যায়। বার্ধক্যজনিত কারণেই চিরঘুমে চলে গেলেন তিনি। তবে শোনা যাচ্ছে, গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন অশীতিপর পরিচালক। কিন্তু কোনও রোগে ভুগছিলেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
[খুব তাড়াতাড়ি দেখা হবে, ক্যানসার আক্রান্ত ভক্তকে প্রতিশ্রুতি শাহরুখের]
রবিবার ভোর ৪টে নাগাদ মুম্বইয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে খবর। স্বাভাবিকভাবে শোকস্তব্ধ রানির পরিবার। বাবার হাত ধরেই চলচিত্র জগতে পা রেখেছিলেন এই বাঙালি অভিনেত্রী। ১৯৯৬ সালে রাম মুখোপাধ্যায়ের পরিচালিত ও প্রযোজিত ‘বিয়ের ফুল’ দিয়েই বাংলা ছবিতে অভিষেক রানির। তাঁর প্রথম হিন্দি ছবি ‘রাজা কি আয়েগি বারাত’ ছবিরও প্রযোজকের ভূমিকায় ছিলেন বাবাই।
[পাক ‘আত্মীয়’র সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে জড়ালেন নবাব সইফ]
এছাড়া বলি ইন্ডাস্ট্রিতে তাঁর কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কিংবদন্তি দিলীপ কুমার এবং বৈজয়ন্তী অভিনিত ‘লিডার’ (১৯৬৪) এবং ‘হাম হিন্দুস্তানি’ (১৯৬০)। তাই নিঃসন্দেহে তাঁর প্রয়াণে ভারতীয় চলচিত্র জগতে শূন্যতার সৃষ্টি হল। রানি ও তাঁর পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ তাঁর শেষকৃত্যে বলিউডের বেশ কিছু বিশিষ্টজন উপস্থিত থাকবেন বলেই খবর।
The post প্রয়াত রানি মুখোপাধ্যায়ের বাবা পরিচালক রাম মুখোপাধ্যায় appeared first on Sangbad Pratidin.