shono
Advertisement

Breaking News

‘ডন ৩’র পর আবারও শাহরুখকে সরালেন রণবীর সিং! এবার কোন সিনেমায়?

এমনিতেই 'ডন' হয়ে শাহরুখভক্তদের রোষানলে রণবীর।
Posted: 03:25 PM Dec 18, 2023Updated: 03:25 PM Dec 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ডন ৩’ সিনেমায় শাহরুখ খানের (Shah Rukh Khan) বদলে রণবীর সিং। এই খবর প্রকাশ্যে আসতেই তেলেবেগুনে জ্বলে ওঠেন এসআরকে-র ভক্তরা। সোশাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে যায়। এর মধ্যেই আবার গুঞ্জন, আরও একটি সিনেমায় শাহরুখের জুতোয় পা গলানোর চেষ্টা করছেন রণবীর (Ranveer Singh)।

Advertisement

বলিউডের পরবর্তী সুপারস্টার কে? এই প্রশ্ন উঠলে যে নামগুলো মাথায় আসে তার মধ্যে রণবীর কাপুর ও রণবীর সিংয়ের নাম একসময় প্রথমের সারিতে থাকত। কিন্তু ‘অ্যানিম্যাল’ হয়ে রণবীর কাপুর (Ranbir Kapoor) যেন বক্স অফিসে আগুন লাগিয়েছেন। আর তার জোরেই অভিনেতা হিসেবে নিজের কদর বাড়িয়ে ফেলেছেন। অন্যদিকে রণবীর সিংকে এ বছর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এর মধ্যেই আবার ‘ডন ৩’ নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে।

[আরও পড়ুন: রণবীরের ‘অ্যানিম্যাল’ ঝড়ে কী হাল ভিকির ‘স্যাম বাহাদুর’-এর? আয় ১০০ কোটি ছুঁতে পারল?]

শাহরুখ খানকে (Shah Rukh Khan) আর ‘ডন’-এর চরিত্রে দেখা যাবে না। ‘ডন ৩’ (Don 3) সিনেমায় নতুন অভিনেতাকে দেখা যাবে। এমন জল্পনা আগেই শোনা গিয়েছিল। তাতে সিলমোহর দেন পরিচালক ফারহান আখতার। জানিয়ে দেন, শাহরুখ খানকে আর ‘ডন’-এর চরিত্রে দেখা যাবে না। তাঁর বদলে ‘ডন ৩’ সিনেমায় রণবীর সিংয়ের হাত ধরে নয়া যুগের সূচনা ঘটতে চলেছে।

ফারহানের এহেন ঘোষণায় বেজায় ক্ষিপ্ত হন কিং খানের অনুরাগীরা। তুমুল কটাক্ষের মুখে পড়তে হয় রণবীরকে। শেষমেশ অভিনেতা বলতে বাধ্য হন, “আমায় একটিবার সুযোগ দিন।” তবে আবারও তিনি শাহরুখের জুতোয় পা গলানোর সুযোগ পেয়ে গিয়েছে। রটনা, রজনীকান্তের নতুন ছবি ‘থালাইভার ১৭১’-এ অভিনয়ের প্রস্তাব শাহরুখকে দেওয়া হয়েছিল। কিন্তু বলিউড বাদশা নাকি তা ফিরিয়ে দিয়েছেন। এর পরই এই চরিত্রটি রণবীর সিংকে অফার করা হয়েছে। আর রজনীকান্তের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নাকি উচ্ছ্বসিত রণবীর সিং। 

[আরও পড়ুন: ‘বাঙালিরা অ্যানিম্যাল নিয়ে হইহই করে কিন্তু জিতের মানুষ দেখে না!’, বিস্ফোরক ‘প্রধান’ দেব]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement