shono
Advertisement

জামাইষষ্ঠী থেকে ফেরার পথে আক্রান্ত দম্পতি, সোদপুর স্টেশনে বধূকে ধর্ষণের চেষ্টা

রাতের স্টেশনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ The post জামাইষষ্ঠী থেকে ফেরার পথে আক্রান্ত দম্পতি, সোদপুর স্টেশনে বধূকে ধর্ষণের চেষ্টা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:26 AM Jun 21, 2018Updated: 11:56 AM Jun 21, 2018

সুব্রত বিশ্বাস: সোদপুর স্টেশনে প্রকাশ্যে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ উঠল একদল মদ্যপ যুবকের বিরুদ্ধে৷ অভিযোগ, একদল মদ্যপ যুবক গৃহবধূ ও তার স্বামীকে স্টেশনে ফেরে বেধড়ক মারধর শুরু করে৷ স্বামীকে বাঁচাতে আক্রান্ত হন গৃহবধূ৷ স্টেশন লাগোয়া জঙ্গলে ওই গৃহবধূকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ দম্পতির৷ বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷

Advertisement

[জেলে মাদক-মোবাইল রুখতে পদস্থ কর্তাদেরও তল্লাশি শুরু আলিপুর সেন্ট্রাল জেলে]

নৈহাটির মাদ্রালের বাসিন্দা এক দম্পতি দমদমের আত্মীয়ার বাড়ি থেকে ফেরার পথে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়৷ দম্পতির মধ্যে বিবাদ চূড়ান্ত আকার নিলে সোদপুর স্টেশনে নেমে যান তাঁরা৷ ৪ নম্বর প্ল্যাটফর্মের উপর দু’জনের মধ্যে কথা কাটাকাটি আরও জটিল আকার নেয়৷ স্বামী ও স্ত্রীর বচসা চলাকালীন জনা সাতেক যুবক হাজির হয়ে গৃহবধূ ও তাঁর স্বামীকে মারধর শুরু করে স্টেশনের চত্বরের মধ্যেই৷ কিছু বুঝে ওঠার আগেই গৃহবধূর স্বামীকে মাটিতে ফেলে মারধর চালায় একদল মদ্যপ যুবক৷ স্বামীকে বেধড়ক মারধরের পর গৃহবধূকে স্টেশন লাগোয়া জঙ্গলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়৷ ধর্ষণেরও চেষ্টা চালানো হয় বলে অভিযোগ৷ মহিলার পোশাক খোলারও চেষ্টা করা হয়৷

[বৃষ্টি হলেও আর্দ্রতার জন্য অস্বস্তি থাকবে বঙ্গে, সপ্তাহান্তে সক্রিয় হবে মৌসুমি বায়ু]

স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ওই দম্পতির প্রাথমিক চিকিৎসা করানো হয়৷ সেখানেই ওই দম্পতি দমদম জিআরপি গিয়ে অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন৷ দম্পতির অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ তবে, ঘটনার ১২ ঘণ্টা পরও অধরা অভিযুক্তরা৷ অভিযুক্ত যুবকদের খোঁজে স্টেশনে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্র৷

[আঘাত ঠোঁটে, যৌনাঙ্গে অস্ত্রোপচারের জন্য শিশুকে ক্যাথিটার পরালেন চিকিৎসক]

তদন্ত শুরু হলেও রাতের লোকাল ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ স্টেশন চত্বরে মদ্যপ যুবকদের উপস্থিতি ঘিরেও উঠছে প্রশ্ন৷ সোদপুর স্টেশন চত্বরে যখন ওই দম্পতিকে হেনস্থা করা হচ্ছিল, তখন প্লাটফর্মে থাকা যাত্রীরা কেন তাঁদের সাহায্যে এগিয়ে এলেন না, উঠেছে প্রশ্ন৷

The post জামাইষষ্ঠী থেকে ফেরার পথে আক্রান্ত দম্পতি, সোদপুর স্টেশনে বধূকে ধর্ষণের চেষ্টা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement