shono
Advertisement

হবু স্বামী নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রশ্মিকার! বিজয় দেবরাকোন্ডার সঙ্গে বিয়ে কি তাহলে পাকা?

কী এমন বলে ফেললেন দক্ষিণী সুন্দরী?
Posted: 02:07 PM Feb 28, 2024Updated: 02:09 PM Feb 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড ও দাক্ষিণাত্যের জোড়া ইনিংস বেশ ভালোভাবেই সামলাচ্ছেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। ‘অ্যানিম্যাল’ সাফল্যের পর আবার নায়িকার ঝুলিতে রয়েছে ‘পুষ্পা ২’। এদিকে আবার তাঁর সঙ্গে দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডার প্রেমের জল্পনা তুঙ্গে। সম্প্রতি যেন এই সম্পর্ক নিয়েই গুরুত্বপূর্ণ ইঙ্গিত করলেন রশ্মিকা।

Advertisement

আর তাতেই অনুরাগীদের প্রশ্ন, তাহলে কি বিজয়ের সঙ্গে নায়িকার বিয়ের দিনক্ষণ পাকা?
গত সোমবার রশ্মিকার দিল্লি ফ্যানদের ‘X’ হ্যান্ডেল থেকে রশ্মিকার ছবি শেয়ার করে প্রশ্ন করা হয়, “রশ্মিকা মন্দানার স্বামীর হওয়ার জন্য কী কী গুণ প্রয়োজন?” প্রশ্নের উত্তর হিসেবে আবার লেখা হয়, “ওর স্বামীর তো VD-র মতো হওয়া উচিত। মানে ভেরি ডেয়ারিং যে ওকে প্রোটেক্ট করতে পারবে। আমরা ওকে রানি বলি, তাহলে ওর স্বামী তো রাজাই হবে।”

[আরও পড়ুন: ‘সন্দেশখালিতে ১৭৪ ধারা চলছে’, বেফাঁস মন্তব্যে নেটপাড়ায় ট্রোলড নুসরত জাহান ]

এই পোস্টেই আবার রশ্মিকার মন্তব্য, “এটা একদম সত্যি।” প্রসঙ্গত, বিজয় দেবরাকোন্ডার (Vijay Deverakonda) নামকে অনায়াসেই VD করে দেওয়া যায়। আবার অভিনেতার আগামী সিনেমার নাম ‘VD12’। আর এতেই দুই দুইয়ে চার করে ফেলেছেন অনুরাগীরা। ‘ডিয়ার কমরেড’, ‘গীত গোবিন্দম’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন রশ্মিকা ও বিজয়। সেই থেকেই নাকি দুজনের ঘনিষ্ঠতা।

বিজয়-রশ্মিকা এখনও প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। কিন্তু ‘অ্যানিম্যাল’-এর প্রচারে বিজয়ের প্রসঙ্গ আসতেই লজ্জা পেয়ে গিয়েছিলেন রশ্মিকা। তেলুগু সুপারস্টার নন্দমুরি বালাকৃষ্ণর শোয়ে রণবীর ও পরিচালক সন্দীপ রেড্ডির ভাঙ্গার সঙ্গে গিয়েছিলেন নায়িকা। তাঁর ফোন থেকেই বিজয়কে ফোন করা হয়। বিজয়ের সঙ্গে রশ্মিকার রসায়ন নিয়ে বিস্তর ঠাট্টা-ইয়ার্কি চলে। সেই সময় লাজুক হাসিতেই যেন প্রেমের স্বীকারোক্তি দিয়েছিলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: বলিউডে ফের বিয়ের সানাই, এবার তাপসী পান্নুর ‘ফিউশন ওয়েডিং’!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement