সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কোনও ট্রায়াল নয়। অলিম্পিকের জন্য ছয়জন কুস্তিগিরের নাম জানিয়ে দিল কুস্তি ফেডারেশন। বাদ পড়লেন টোকিও অলিম্পিকের মেডেল জয়ী রবি দাহিয়া (Ravi Dahiya)। যাবতীয় বিতর্ক মিটিয়ে সিলমোহর পড়ল ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) প্যারিস যাওয়ার ছাড়পত্রে।
মঙ্গলবার অলিম্পিকের জন্য ছজন কুস্তিগিরের নাম জানালেন ভারতের কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) প্রেসিডেন্ট সঞ্জয় সিং। যাঁরা ইতিমধ্যেই অলিম্পিকের কোটা নিশ্চিত করেছিলেন। পুরুষ-মহিলা মিলে বিভিন্ন ওজনের বিভাগে দলে আছেন ভিনেশ ফোগাট (৫০ কেজি), অন্তিম পাঙ্ঘাল (৫৩ কেজি), অংশু মালিক (৫৭ কেজি), অমন সেহরাওয়াত (৫৭ কেজি), নিশা দাহিয়া (৬৮ কেজি), রীতিকা হুডা (৭৬ কেজি)। আগামী ২৬ জুলাই থেকে অনুষ্ঠিত হতে চলেছে প্যারিস অলিম্পিক।
[আরও পড়ুন: ‘সময় খারাপ হয় তাদের, যাদের…’, কেন একথা বললেন রিঙ্কু?]
টোকিও অলিম্পিকে ৫৭ কেজি বিভাগে রুপো জিতেছিলেন রবি দাহিয়া। কিন্তু এবার জাতীয় নির্বাচনের ট্রায়ালে অমন সেহরাওয়াতের কাছে ছিটকে যান তিনি। যদিও ফেডারেশন থেকে জানানো হয়েছিল, পরিস্থিতি বিবেচনা করে আবার ট্রায়াল আয়োজন করা যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় ট্রায়াল ছাড়াই দল ঘোষণা করে দিল ফেডারেশন। ফলে অলিম্পিক দল থেকে বাদ পড়লেন দাহিয়া।
[আরও পড়ুন: আইপিএল যেন ভারতের হয়ে খেলার শর্টকাট না হয়, বোর্ডকে সাবধানবাণী গম্ভীরের]
কেন ট্রায়াল হবে না? তার কারণও ব্যাখ্যা করেছেন সঞ্জয় সিং। তাঁর মতে, "আমাদের অধিকাংশ কুস্তিগিরই সম্প্রতি যোগ্যতা অর্জন করেছেন। যদি সেটা এক বছর আগে হত, তাহলে তাঁদের ফর্ম বা ফিটনেস বিচারের প্রশ্ন উঠত। কিন্তু এই ক্ষেত্রে পাঁচ-ছয়জন কুস্তিগির মাসখানেক আগেই যোগ্যতা পেয়েছেন। বিশকেক আর ইস্তানবুলে তাঁরা নিজেদের প্রমাণ করেছে।" অন্যদিকে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি বিভাগে সোনাজয়ী ভিনেশ ফোগাটকে অলিম্পিকে ৫০ কেজি বিভাগে নামতে হবে।