shono
Advertisement

Breaking News

৫০তম টেস্টের আগে শাস্ত্রী সম্পর্কে মুখ খুললেন অশ্বিন

পাশাপাশি মহিলা ক্রিকেটারদের ভরিয়ে দিলেন প্রশংসায়। The post ৫০তম টেস্টের আগে শাস্ত্রী সম্পর্কে মুখ খুললেন অশ্বিন appeared first on Sangbad Pratidin.
Posted: 04:56 PM Jul 24, 2017Updated: 11:26 AM Jul 24, 2017

দেবাশিস সেন, গল: চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়েস্ট ইন্ডিজ সফর অতীত। নতুন কোচ রবি শাস্ত্রী ও তাঁর পছন্দের সাপোর্ট স্টাফদের নিয়োগ নিয়ে নাটকে আপাতত ইতি পড়েছে। এবার বিরাট কোহলি অ্যান্ড কোং-এর সামনে শ্রীলঙ্কা সফরের চ্যালেঞ্জ। দ্বীপরাষ্ট্রে ৩টি টেস্ট, ৫টি ওয়ানডে ম্যাচ এবং ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন বিরাটরা। সমস্ত বিতর্ক ভুলে সবার নজর এখন সেদিকেই। কারণ এই সফর থেকেই টিম ইন্ডিয়ার সঙ্গে নতুন ইনিংস শুরু করবেন রবি শাস্ত্রী। এছাড়া আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্টই ভারতীয় দলের অন্যতম তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। গলে ২৬ জুলাই থেকে শুরু হতে চলা টেস্টটি অশ্বিনের কেরিয়ারের ৫০তম টেস্ট ম্যাচ হতে চলেছে। এর আগে সোমবার অনুশীলনের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। সেখানে ভারতের মহিলা ক্রিকেট দলের প্রশংসা থেকে শুরু করে রবি শাস্ত্রীর প্রসঙ্গেও কথা বলেন।

Advertisement

[OMG! মাঝ আকাশে দমবন্ধ হয়ে মরতে বসেছিলেন টুইঙ্কল]

কয়েকদিন আগেও সংবাদমাধ্যমের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, অনিল কুম্বলের পর ভারতীয় দলের কোচের পদে কাকে দেখা যাবে। নানান টালবাহানার পর রবি শাস্ত্রীকে নিয়োগ করে ক্রিকেট উপদেষ্টা কমিটি। এরপরও শাস্ত্রীর সহকারী নিয়োগ নিয়ে শুরু হয় বিতর্ক। তবে শ্রীলঙ্কা সফরের আগে শাস্ত্রীর পছন্দেই সিলমোহর দেয় বোর্ড। আর গলে এই শাস্ত্রীকে হেডকোচ নিয়োগ করা প্রসঙ্গে অশ্বিনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রবি শাস্ত্রী দলে অনেক পজিটিভ এনার্জি নিয়ে এসেছেন। কোচ নিয়োগ ব্যাপারটি এখন অতীত। সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। আর সেটা নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। ড্রেসিংরুমে রবি ভাই একজন দুর্দান্ত চরিত্র। গত বছর আমরা যখন গল টেস্টে হেরে গিয়েছিলাম, তখন তিনিই আমাদের পাশে থেকে আত্মবিশ্বাস জুগিয়েছিলেন। আমরা ফের একবার ওনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’

বিশ্বকাপ ফাইনালে হারলেও ভারতীয় মহিলা ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করেন অশ্বিন। বলেন, ‘আমি ভেবেছিলাম মিতালিরা ম্যাচটি জিতে যাবে। বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি দুর্দান্তই হয়েছে। আমাদের ক্রিকেটাররা দুরন্ত পারফর্ম করলেও ভাগ্য সঙ্গে ছিল না। কিন্তু এটাই শেষ নয়। মেয়েরা চেষ্টার কোনও কসুর করেনি। তাঁদের দিকে আঙুল তোলাও উচিত নয়। এটাই আগামিদিনে ভারতে মহিলাদের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে।’

[‘উত্তমজেঠুর মতো কেউ আগামী ১৩৭ বছরেও আসবে না’]

এর পাশাপাশি নিজের ৫০তম টেস্ট খেলা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। পাশাপাশি জানান, গত বছরের মতো এবারও ভারতীয় দলের হয়ে সাফল্য পেতে চান তিনি। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জয় যে তাঁর কাছে স্মরণীয় সেটাও জানান। প্রশংসা করেন অধিনায়ক বিরাট কোহলি-সহ গোটা ভারতীয় দলের। পাশাপাশি বলেন, শ্রীলঙ্কায় দুর্দান্ত ক্রিকেট উপহার দেওয়াই মূল লক্ষ্য ভারতীয় দলের। এদিকে, এদিন গলে পুরোদমে অনুশীলন করেছে ভারতীয় দল। তবে টিম ইন্ডিয়ার জন্য দুঃসংবাদ। জ্বরের জন্য প্রথম টেস্টে খেলতে পারবেন না ওপেনার কে এল রাহুল।

 

[সংসদে সুষমার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনছে কংগ্রেস]

The post ৫০তম টেস্টের আগে শাস্ত্রী সম্পর্কে মুখ খুললেন অশ্বিন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement