shono
Advertisement

পিএনবি কেলেঙ্কারি নিয়ে এই প্রথম মুখ খুললেন উর্জিত প্যাটেল

কী বললেন আরবিআইয়ের গভর্নর? The post পিএনবি কেলেঙ্কারি নিয়ে এই প্রথম মুখ খুললেন উর্জিত প্যাটেল appeared first on Sangbad Pratidin.
Posted: 02:37 PM Mar 15, 2018Updated: 03:56 PM Aug 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ১৩,৪৫০ কোটি টাকারও বেশি কেলেঙ্কারি নিয়ে এই প্রথম প্রকাশ্যে মুখ খুলললেন রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল। বুধবার তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংককে নীলকন্ঠ হতে হয়। বিষ পান করতে হয়। কিন্তু সেই সব ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নিজেকে শুধরে নিতে হয়।’ এর পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলি সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির হাতে আরও বেশি ক্ষমতা দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি।

Advertisement

[পিএনবিতে কেলেঙ্কারি হয়েছে ২৯,০০০ কোটি টাকার! সিইওকে তলব করল SFIO]

ভারতের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনালে ১৩,৫৪০ কোটি টাকারও বেশি দুর্নীতিতে দেশ ছেড়ে পলাতক ধনকুবের নীরব মোদি ও তাঁর মামা মেহুল চোখসি। এই কেলেঙ্কারিতে ব্যাংকেরও বেশ কয়েকজন শীর্ষ কর্তা জড়িত বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের সন্দেহ। ওই প্রসঙ্গেই বুধবার মুখ খোলেন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। প্রায় ৪ হাজারেরও বেশি শব্দ খরচ করেন এই প্রসঙ্গে। দেশের প্রতিটি ব্যাংকের শীর্ষ কর্তা ও কর্মীদের তিনি সততার সঙ্গে নিজের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কোনও অসৎ ব্যক্তি কাছ থেকে ক্ষণিকের লাভের আশায় দেশবাসীকে ঠকাতে মানা করেছেন স্পষ্ট ভাষায়। এই প্রসঙ্গে শাস্ত্র থেকে সংস্কৃত শ্লোক উদ্ধৃত করেন প্যাটেল। বলেন, মানুষ নিজের কষ্টের টাকা ব্যাংকে রাখেন। আরবিআইয়ের কাজ ওই টাকাকে নিরাপদে রাখা। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও ব্যাংককর্মীদের মধ্যে অশুভ আঁতাঁত নিয়েও আশংকা প্রকাশ করেন।

দেশবাসীকে এক বার্তা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, ‘আমি আজ দেশবাসীকে জানাতে চাই, আপনাদের মতোই রিজার্ভ ব্যাংকও এই ঘটনায় আহত, দুঃখিত ও রেগে রয়েছে। দেশের টাকা এরকম কয়েকজন অসাধু ব্যক্তি লুট করে নিয়ে যাচ্ছে দেখতে আমাদেরও ভাল লাগে না।’ গুজরাট আইন বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী অরুণ জেটলিও এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সংস্কারের ডাক দিয়েছেন উর্জিত প্যাটেল। ভবিষ্যতে এরকম দুর্নীতি ছাড়াও সাইবার হামলা বা অন্য কোনও বিপদের হাত থেকে দেশের ব্যাংকগুলিকে সাবধান থাকার পরামর্শ দিয়েছেন উর্জিত। পাশাপাশি, ব্যাংক কর্তাদেরও সতর্ক করে বলেছেন, ‘অসুর নয়, দেবতাদের সুবিধা দিন।’ কোনও সাফল্যের ভাগ সবাই নিতে চায় কিন্তু ব্যর্থতার দায় একাই নিতে হয়। একথা বলেও ব্যাংককর্তাদের মানসিকভাবে চাঙ্গা থাকতে বলেছেন।

[পিএনবি কেলেঙ্কারি: নীরব মোদির ৯টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করল ইডি]

The post পিএনবি কেলেঙ্কারি নিয়ে এই প্রথম মুখ খুললেন উর্জিত প্যাটেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার