সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে আর রেপো রেটা বাড়ালো না রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)। আবার আমজনতাকে স্বস্তি দিতে সুদের হার কমানোও হল না। শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের মানিটির পলিসি কমিটির বৈঠক শেষে জানিয়ে দেওয়া হল, আগামী ত্রৈমাসিকেও রেপো রেট অপরিবর্তিত থাকবে। এই নিয়ে টানা সাতবার Repo Rate অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ আগামী তিন মাসের জন্য রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ।
মুদ্রাস্ফীতির (Inflation) মোকাবিলা করতে গত বছর কয়েক দফায় বিপুল হারে রেপো রেট বাড়িয়েছে শীর্ষ ব্যাঙ্ক (RBI)। ২০২২ সালের মে মাস থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৫০ বেসিস পয়েন্ট বেড়েছে রেপো রেট। তবে ২০২৩-২৪ অর্থবর্ষে একবারও রেপো রেট বাড়ানো হয়নি। ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতেও সুদের হার অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি।
[আরও পড়ুন: পাকিস্তানের রোষানলে বলিউডের ‘খান সাম্রাজ্য’! শাহরুখ-সলমনদের হয়ে ‘ধুয়ে দিলেন’ ভারতীয়রা]
২০২২ সালে রেপো রেট লাগাতার বাড়ার ফলে সামগ্রিকভাবে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলকেই সমস্যায় পড়তে হয়েছে। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে সেই সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়ছিল। বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হারও টানা বাড়ছিল। গত বছর থেকে অবশ্য সেটা থেকে খানিকটা বিরাম মিলেছে। অর্থনীতিবিদদের একাংশ আবার ধারণা করছিলেন, ভোটের মুখে আমজনতাকে স্বস্তি দিতে সুদের হার কমানো হতে পারে। সে পথেও হাঁটল না শীর্ষ ব্যাঙ্ক।
[আরও পড়ুন: ভোটের মুখে রাইমাকে হুমকি! ‘সুচিত্রার নাতনি হয়েও প্রোপাগান্ডা ছবিতে কেন?’ চিন্তায় সেন পরিবার]
এদিন মানিটারি কমিটির বৈঠক শেষে গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, দেশের বৃদ্ধির হার সব পূর্বাভাসকে ছাপিয়ে গিয়েছে। এমনকী মুদ্রাস্ফীতির হারেও ব্যাপক স্বস্তি মিলেছে। আগে যেখানে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৭ শতাংশ, সেটাই এবার কমে হয়েছে ৫.১ শতাংশ। সার্বিকভাবে দ্রুত গতিতে এগোচ্ছে দেশ। সম্ভবত সেকারণেই রেপো রেটে পরিবর্তন করে বাজারের সাম্য নষ্ট করতে চায়নি রিজার্ভ ব্যাঙ্ক।