সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সোনা। এতদিন জমানো ছিল ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের 'নিরাপদ' সিন্দুকে। এবার সেই বিপুল অঙ্কের সোনা দেশে ফেরাল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)। সূত্রের দাবি, সবার অলক্ষ্যে রিজার্ভ ব্যাঙ্ক ইংল্যান্ড থেকে ১ লক্ষ কেজি সোনা ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রের দাবি, এই মুহূর্তে ভারতের গচ্ছিত সোনার দুই তৃতীয়াংশই রয়েছে বিদেশের নিরাপদ আশ্রয়ে। এর সিংহভাগ ছিল ব্যাঙ্ক অফ ইংল্যান্ডে (Bank of England)। সেখান থেকেই প্রায় ১০০ টন সোনা দেশে ফেরানো হয়েছে। সবটাই হয়েছে গোপনীয়তা বজায় রেখে। এতদিন দেশে গচ্ছিত সোনার পরিমাণ ছিল মোটামুটিভাবে মোট সোনার এক তৃতীয়াংশ। এর ফলে দেশের সিন্দুকে গচ্ছিত সোনার পরিমাণ বেড়ে প্রায় অর্ধেক হয়ে গেল। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের দাবি, এই মুহূর্তে ভারতের মোট গচ্ছিত সোনার পরিমাণ ৮২২ টন। গত অর্থবর্ষে এই সোনার পরিমাণ ছিল ৭৯৪ টন। যা গত এক বছরে অনেকটাই বেড়েছে।
[আরও পড়ুন: কাশ্মীরের থানায় সেনা-পুলিশ সংঘর্ষ! আহত ৫ পুলিশকর্মী, ১৬ জওয়ানের বিরুদ্ধে FIR]
রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, দেশে এই সোনা ফেরানোর নেপথ্যে রিজার্ভ ব্যাঙ্কের একটাই উদ্দেশ্য। এই বিপুল সোনা গচ্ছিত রাখার জন্য বিদেশের এই সংস্থাকে বিপুল অঙ্কের ভাড়া দিতে হত। সেটা আর গুনতে হবে না। তাছাড়া, দেশের মাটিতে সোনার নিরাপত্তা নিয়ে আর তেমন প্রশ্ন নেই। চমকপ্রদ বিষয় হল, এই বিপুল অঙ্কের সোনা দেশে ফেরাতে বেশ বেগ পেতে হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে। অথচ সবটাই হয়েছে গোপনে।
[আরও পড়ুন: ৭৫ দিনে দুশোর বেশি র্যালি! নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ৭৩-এর ‘তরুণ’ মোদি]
উল্লেখ্য, এর আগে ১৯৯১ সালে আর্থিক উদারিকরণের আগে প্রায় ২০ টন সোনা একপ্রকার গোপনেই বিদেশে সরিয়েছিল ভারত। সেসময় দেশের বিদেশি মুদ্রার ভাঁড়ার প্রায় শূন্য হয়ে দাঁড়িয়েছিল। কার্যত নিরুপায় হয়ে সেবার সোনা বন্ধক দিতে হয় ভারতকে। ৩ দশক বাদে ঠিক উলটো ছবি দেখা গেল। রিজার্ভ ব্যাঙ্ক দেশে ফেরালো বিদেশে জমা থাকা সোনা।