shono
Advertisement
RBI

ধনতেরাসে সুখবর, লন্ডন থেকে ১০২ টন গচ্ছিত সোনা দেশে ফেরাল রিজার্ভ ব্যাঙ্ক

গচ্ছিত সোনার সিংভাগই এখন থাকবে ভারতে। একটা সময় এর বেশিরভাগই রাখা হত বিদেশে।
Published By: Subhajit MandalPosted: 07:50 PM Oct 30, 2024Updated: 07:50 PM Oct 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনতেরাসে সুখবর। লন্ডন থেকে ঘরে ফিরল বিপুল পরিমাণ সোনা। রিজার্ভ ব্যাঙ্কের উদ্যোগে ১০২ টন সোনা ফিরে এল লন্ডনের ভল্ট থেকে। এই বিপুল পরিমাণ সোনা এতদিন জমানো ছিল ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ‘নিরাপদ’ সিন্দুকে। এবার সেই বিপুল অঙ্কের সোনা দেশে ফেরাল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)। এর আগে মে মাসেও গোপনে প্রায় ১ লক্ষ কেজি সোনা দেশে ফেরানো হয়েছিল। ২০২২ সালের মে মাসের পর থেকে মোট ২১৪ টন সোনা দেশে ফিরল।

Advertisement

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, এই মুহূর্তে ভারতের মোট গচ্ছিত সোনার পরিমাণ ৮২২ টন। গত অর্থবর্ষে এই সোনার পরিমাণ ছিল ৭৯৪ টন। যা গত এক বছরে অনেকটাই বেড়েছে। এই গচ্ছিত সোনার সিংভাগই এখন থাকবে ভারতে। একটা সময় এর বেশিরভাগই রাখা হত বিদেশে। মূলত নিরাপত্তার খাতিরেই সেটা করা হত। কিন্তু ইদানিং বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ছে। বিশ্বের একাধিক দেশে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি। ফলে বিদেশের থেকে দেশের মাটিতেই এই বিপুল সম্পদ গচ্ছিত রাখাটাকে নিরাপদ মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, দেশে এই সোনা ফেরানোর নেপথ্যে রিজার্ভ ব্যাঙ্কের উদ্দেশ্য অহেতুক ব্যয় কমানোও। এই বিপুল সোনা গচ্ছিত রাখার জন্য বিদেশের এই সংস্থাকে বিপুল অঙ্কের ভাড়া দিতে হত। সেটা আর গুনতে হবে না। তাছাড়া, দেশের মাটিতে সোনার নিরাপত্তা নিয়ে আর তেমন প্রশ্ন নেই। চমকপ্রদ বিষয় হল, এই বিপুল অঙ্কের সোনা দেশে ফেরাতে বেশ বেগ পেতে হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে। অথচ সবটাই হয়েছে গোপনে।

উল্লেখ্য, এর আগে ১৯৯১ সালে আর্থিক উদারিকরণের আগে প্রায় ২০ টন সোনা একপ্রকার গোপনেই বিদেশে সরিয়েছিল ভারত। সেসময় দেশের বিদেশি মুদ্রার ভাঁড়ার প্রায় শূন্য হয়ে দাঁড়িয়েছিল। কার্যত নিরুপায় হয়ে সেবার সোনা বন্ধক দিতে হয় ভারতকে। ৩ দশক বাদে ঠিক উলটো ছবি দেখা গেল। রিজার্ভ ব্যাঙ্ক দেশে ফেরাচ্ছে বিদেশে জমা থাকা সোনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লন্ডন থেকে ঘরে ফিরল বিপুল পরিমাণ সোনা।
  • রিজার্ভ ব্যাঙ্কের উদ্যোগে ১০২ টন সোনা ফিরে এল লন্ডনের ভল্ট থেকে।
  • এই বিপুল পরিমাণ সোনা এতদিন জমানো ছিল ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের ‘নিরাপদ’ সিন্দুকে।
Advertisement