shono
Advertisement

ভারতে কালো টাকার দৌরাত্ম্য কমাবে রিজার্ভ ব্যাংকের ডিজিটাল মুদ্রা, দাবি সরকারের

আগামী অর্থবর্ষ থেকে 'ডিজিটাল রুপি' চালু করতে চলেছে আরবিআই।
Posted: 02:10 PM Feb 04, 2022Updated: 02:10 PM Feb 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে কালো টাকার দৌরাত্ম্য কমাবে রিজার্ভ ব্যাংকের ডিজিটাল মুদ্রা। এমনটাই দাবি কেন্দ্র সরকারের। আগামী অর্থবর্ষ থেকে বাজারে ‘ডিজিটাল রুপি’ বা ভারচুয়াল মুদ্রা চালু করতে চলেছে রিজার্ভ ‘ব্যাংক অফ ইন্ডিয়া’ বলে এবারের ইউনিয়ন বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যপাল ইস্যুতে আলোচনায় আপত্তি কেন্দ্রের, রাজ্যসভায় ওয়াক-আউট তৃণমূল-সহ বিরোধীদের]

সংবাদ সংস্থা এএনআই-কে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ডিজিটাল রুপির সমস্ত লেনদেনের উপর নজর থাকবে রিজার্ভ ব্যাংকের। কীভাবে ভারচুয়াল মুদ্রার গতিপথের উপর নজর রাখা হবে। সেই বিষয়ে তিনি বলেন, “মনে করুন আপনি ডিজিটাল রুপি ব্যবহার করে একটি দোকান থেকে কিছু কিনলেন। এবং সেই টাকা ব্যবহার করে ভেন্ডর বা জোগানদারে মূল্য মিটিয়ে দিলেন দোকানদার। সেই সমস্ত লেনদেন সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে রিজার্ভ ব্যাংকের হাতে।” অর্থমন্ত্রকের ওই আধিকারিক আরও জানান, বেআইনি ব্যবসা বা কালোটাকা সংক্রান্ত লেনদেনের বেশিরভাগই হয় নগদে। ফলে এক হাত থেকে আরেক হাতে যাওয়ার সময় সেই গতিপথের হদিশ রাখা মুশকিল। ডিজিটাল মুদ্রার লেনদেনে সেই সমস্যা থাকবে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানেই ডিজিটাল মুদ্রা চালু হওয়ার কথা উল্লেখ করেন তিনি। তিনি জানান, সিবিডিসি বা ডিজিটাল মুদ্রার প্রচলন ডিজিটাল অর্থনীতিতে গতি আনবে। ডিজিটাল মুদ্রা আরও সুগম এবং সস্তার মুদ্রা ব্যবস্থাপনার পথ করে দেবে বলে জানান তিনি। তাই, ব্লকচেন এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল রুপি চালু করার প্রস্তাব দেন তিনি। ২০২২-২৩ অর্থবর্ষ থেকেই এটি ভারতীয় রিজার্ভ ব্যাংক ইস্যু করবে। একটি ব্লকচেন মূলত একটি ডিজিটাল লেজার যা লেনদেন রেকর্ড করে। এটি ট্র্যাক করা যায়।

বলে রাখা ভাল, গতবছর থেকে ডিজিটাল মুদ্রা প্রণয়নের জন্য বাস্তবায়ন কৌশল নিয়ে কাজ করছে রিজার্ভ ব্যাংক। গতবছর জুলাইয়ে এক বক্তৃতায়, আরবিআইয়ের ডেপুটি গভর্নর টি. রবিশংকর বলেছিলেন, কেন্দ্রীয় ব্যাংক একটি কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রার (সিবিডিসি) জন্য একটি পর্যায়ক্রমে বাস্তবায়ন কৌশল নিয়ে এগনো হচ্ছে। চলছে পরীক্ষা-নিরীক্ষা।

[আরও পড়ুন: রাজ্যপাল ইস্যুতে আলোচনায় আপত্তি কেন্দ্রের, রাজ্যসভায় ওয়াক-আউট তৃণমূল-সহ বিরোধীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement