shono
Advertisement

জলে গেল তিলকের দুরন্ত ইনিংস, কোহলি-ফ্যাফের মারকাটারি ব্যাটিংয়ে সহজ জয় আরসিবি’র

নিজের 'ডাবল সেঞ্চুরি'র ম্যাচ স্মরণীয় করে রাখা হল না হিটম্যানের। 
Posted: 11:02 PM Apr 02, 2023Updated: 11:05 PM Apr 02, 2023

মুম্বই ইন্ডিয়ান্স: ১৭১/৭ (তিলক- ৮৪*, কর্ণ-৪/৩২)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৭২/২ (কোহলি-৮২*, ফ্যাফ-৭৩)
৮ উইকেটে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজায় রাজায় যুদ্ধ। চিন্নাস্বামীতে হাইভোল্টেজ লড়াই। যে মহারণ ঘিরে চড়েছিল উত্তেজনার পারদ। প্রত্যাশা মতোই ঘরের মাঠের দর্শকদের এক দুর্দান্ত ম্যাচ উপহার দিল আরসিবি। বিরাট কোহলি ও ফ্যাফ ডুপ্লেসিসের মারকাটারি ইনিংসে হাসতে হাসতে মুম্বইকে হারাল ব্যাঙ্গালোর। তারকা জুটি যেন নিজেদের প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন, এবারের আইপিএলে এ দল লম্বা রেসের ঘোড়া।

পরিসংখ্যান বলছে, ৩০ বারের সাক্ষাৎকারে ১৭ বারই জয়ী মুম্বই ইন্ডিয়ান্স। যেখানে ১৩ বার জিতেছে ব্যাঙ্গালোর। কিন্তু টি-টোয়েন্টিতে যে পরিসংখ্যান ধোপে টেকে না! রবিবাসরীয় সন্ধেতে মিলল ফের সেই প্রমাণ। মুম্বই বোলারদের একেবারে ধুয়ে-মুছে দিল আরসিবির ওপেনিং জুটি। দেশের জার্সিতে ইতিমধ্যেই স্বমহিমায় ফিরতে শুরু করেছেন কোহলি। কিং কোহলির সেই দাপুটে রূপেরই এদিন সাক্ষী রইল চিন্নাস্বামী। ৪৫ তম হাফ-সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অধিনায়ক। আর বর্তমান অধিনায়কও বুঝিয়ে দিলেন, চোট-আঘাতে জর্জরিত দল নিয়েও বিপক্ষকে হেলায় হারানো সম্ভব।

[আরও পড়ুন: ভারত নিয়ে নাক গলানোর বদভ্যাস আছে, রাহুল ইস্যুতে পশ্চিমী দেশগুলিকে তোপ জয়শংকরের]

এদিন টসে জিতে রোহিত শর্মাদের প্রথম ব্যাট করতে পাঠান ফ্যাফ। কিন্তু ব্যাঙ্গালোরের পেসার ও স্পিনারদের দাপটে ক্রিজে টিকতে পারলেন না রোহিত (১), ঈশান কিষান (১০), ক্যামেরন গ্রিনরা (৫)। নিরাশ করেন টি-২০ স্পেশ্যালিস্ট সূর্যকুমার যাদবও (১৫)। তবে দলের দুর্বল সময়ে ঢাল হয়ে উঠেছিলেন তিলক বর্মা। ২০ বছরের তরুণ তুর্কি কার্যত একাহাতে দলকে ভরসা যোগ্য রানে পৌঁছে দেন। ৪৬ বলে অপরাজিত ৮৪ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি। কিন্তু দিনটাই যেন ছিল আরসিবির। তাই তো ব্যাট হাতে নেমেই চার-ছক্কার মেলা লাগিয়ে দেন কোহলি ও ফ্যাফ। ফল, আট উইকেটে জয়ী দল।

টুর্নামেন্ট শুরুর আগে থেকেই দলের বোলিং লাইন আপ নিয়ে চিন্তায় মুম্বই। প্রধান স্তম্ভ জশপ্রীত বুমরাহই নেই গোটা টুর্নামেন্টে। জে রিচার্ডসনও বাদ গিয়েছেন। স্পিন বিভাগও বেশ দুর্বল। আর তারই যেন সুযোগ নিয়ে এদিন আরসিবির ওপেনিং জুটি ফুলঝুরি ফোটালো। গোদের উপর বিষফোঁড়ার মতোই বিশ্রী মুম্বইয়ের ফিল্ডিং। তাই বোলিং বিভাগ তো বটেই, আগামী দিনে জয়ে ফিরতে হলে ব্যাটিং ও ফিল্ডিং নিয়েও যে নতুন করে ভাবতে হবে রোহিতদের, তা বলাইবাহুল্য। এদিনই মুম্বই অধিনায়ক হিসেবে ২০০টি ম্যাচ খেললেন রোহিত। ধোনির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্বের মালিক তিনি। কিন্তু সেই ম্যাচ স্মরণীয় করে রাখা হল না হিটম্যানের। 

[আরও পড়ুন: জয়েন্ট পাশ না করেও ‘কোটা’য় ডাক্তারি! বাম আমলের তালিকা চাইলেন কুণাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement