shono
Advertisement

পাঁচতারা হোটেলের থেকে কোনও অংশে কম নয় এই জেলগুলি

যাবেন জেল সফরে? The post পাঁচতারা হোটেলের থেকে কোনও অংশে কম নয় এই জেলগুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:46 PM Feb 23, 2017Updated: 12:16 PM Feb 23, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট কামরা৷ আলো প্রায় ঢোকে না বললেই চলে৷ জং ধরা লোহার দরজা৷ সেখানেই প্রাতকৃত্যের জায়গা৷ জেল শব্দটা শুনলেই যে কোনও ভারতীয়র মনে এই চেহারাটাই ফুটে উঠবে৷ কিন্তু পৃথিবীর পরিধি বিশাল৷ আর এই বিশাল পৃথিবীর মধ্যে এমন জেলও রয়েছে যা কোনও পাঁচতারা হোটেলের থেকে কোনও অংশে কম নয়৷ রইলো কিছু নমুনা –

Advertisement

ব্যাস্টয় প্রিজন, নরওয়ে –  ব্যাস্টয় দ্বীপের উপর অবস্থিত এই জেলে ১০০ জন কয়েদি থাকার স্থান রয়েছে৷ এখানে নিরাপত্তার তেমন প্রয়োজন পড়ে না৷ ছোট ছোট কটেজের মতো জেল, টেনিস কোর্ট, মাছ ধরার লেক, রেসকোর্স – এত কিছু রয়েছে এখানে কয়েদিরা প্রায় ভুলেই যান যে তাঁরা জেলে রয়েছেন৷

এইচএমপি এডিওয়েল, স্কটল্যান্ড – ৭০০ জন কয়েদি থাকতে পারে এই জেলে এবং তারা রাজকীয়ভাবেই থাকে৷ সপ্তাহে ৪০ ঘণ্টা সময় প্রত্যেক কয়েদিকে আলাদা করে দেওয়া হয়৷ যখন তাঁরা মুক্তভাবে নিজেদের মতো করে কাটাতে পারে৷

ওটাগো কারেকশন ফেসিলিটি, নিউজিল্যান্ড – জেল না বলে একে সংশোধনাগার বলা ভাল৷ এখানে প্রত্যেক কয়েদিকে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয় গঠনমূলক কাজের জন্য৷ যাতে ছাড়া পেয়ে তাঁরা সমাজের মূলস্রোতে ফিরে যেতে পারেন৷ তবে এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়া৷

জাস্টিস সেন্টার লিওবেন, অস্ট্রিয়া – এখানে সাধারণত অহিংস কয়েদিদেরই রাখা হয়৷ আর এই কয়েদখানার প্রত্যেকটি কামরা এক একটি ওয়ান বেডরুম ফ্ল্যাটের মতো৷ আলাদা রান্নাঘর ও অ্যাটাচড বাথরুম সহ৷

জেভিএ ফুলসবুয়েট্টেল প্রিজন, জার্মানি – সাধারণত যারা যাবজ্জীবনের সাজা কাটছে তারাই এখানে থাকে৷ বিশাল এই জেলের ক্যাম্পাস যেন কয়েদিদের কাছে ছোট্ট একটা শহরই৷ ঘরে সুন্দর খাটের পাশে বসার জায়গা, পড়ার টেবিল, বাথরুমে শাওয়ার সবই আছে৷ কয়েদিদের জন্য লন্ড্রি মেশিনও রয়েছে৷ আলোচনা-পর্যালোচনা ও বিনোদনের জন্য রয়েছে আলাদা ঘর৷

The post পাঁচতারা হোটেলের থেকে কোনও অংশে কম নয় এই জেলগুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement