shono
Advertisement

পাউরুটি দিয়ে চটপট বানিয়ে ফেলুন Yummy জলখাবার

HOW মাউ পাউ... The post পাউরুটি দিয়ে চটপট বানিয়ে ফেলুন Yummy জলখাবার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:49 PM Feb 04, 2017Updated: 01:12 PM Feb 04, 2017

শুধু মাখন-পাউরুটি নয়, পাউরুটি-ঝোলা গুড়ও নয়৷ পাউরুটির নানা মুখরোচক মেনু৷ শেখালেন জয়শ্রী গঙ্গোপাধ্যায়।

Advertisement

চিকেন স্যালাড রোল

লাগবে

লম্বা বান ২ টো, বাঁধাকপি কুচি ১/২ কাপ, গাজর ১ টা, বিন্স ৫-৬ টা (ছোট করে কেটে হালকা ভাপিয়ে নেওয়া), বোনলেস চিকেনসেদ্ধ ১/২ কাপ (শ্রেডেড), মেয়োনিজ ৪ টেবিল চামচ,  গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ,  টোব্যাস্কো সস ৬-৭ ফোঁটা৷

এবার

বানগুলো লম্বালম্বি কেটে নিন৷ বানের মাঝখানের অংশ ছুরি দিয়ে স্কুপ করে গর্ত করে রাখুন৷ মেয়োনিজের সঙ্গে সমস্ত উপকরণ মেশান৷ বানের মধ্যে পুর ভরে বাটার পেপারে মুড়ে রেখে দিন৷ তৈরি হয়ে গেল চিকেন স্যালাড রোল৷

চিজ চিলি টোস্ট

লাগবে

পাউরুটি ৬ টা,  ডিম ৩ টে, ক্যাপসিকাম কুচি ১ টা,  পেঁয়াজ কুচি ১ টা, কাঁচালঙ্কা কুচি করা ২-৩ টে, নুন ও গোলমরিচ স্বাদমতো, চিজ কিউব ৩-৪(গ্রেট করা)৷

এবার

ডিম (নুন ও গোলমরিচ দিয়ে) ভাল করে ফেটিয়ে নিন৷ ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি মিশিয়ে দিন৷ চিজ দিয়ে আবার ফেটিয়ে পাউরুটির ওপরে মাখিয়ে নিন৷ ওটিজি প্রি-হিট করুন ২০০ ডিগ্রিতে৷ পাউরুটিগুলো টোস্ট করে বসিয়ে দিন৷ ১০-১৫ মিনিট গ্রিল করুন৷ ওপরটা সোনালি হলে নামিয়ে নিন৷

ক্রিস্পি পোট্যাটো রাউন্ড

লাগবে

পাউরুটি ৬ টা, গাজর কুচি ১/২ কাপ, ক্যাপসিকাম ১ টা, পেঁয়াজ কুচি/পেঁয়াজ পাতা 1 টা, আলুসেদ্ধ ১ টা, ছানা ৫০ গ্রাম, টমেটো সস ১ বড় চামচ, গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, মাখন প্রয়োজন মতো, সাদা তিল ২ টেবিল চামচ, নুন প্রয়োজন মতো৷

 

এবার

পাউরুটি গ্লাস বা কুকি কাটার দিয়ে চেপে গোল করে কেটে রাখুন৷ মাখন মাখিয়ে রেখে দিন৷ আলু ও ছানা একসঙ্গে খুব ভাল করে মেখে রাখুন৷ নুন, গোলমরিচ, অল্প মাখন দিয়ে মেখে নিন৷ পেঁয়াজ, গাজর কুচি, ক্যাপসিকাম ছোট করে কেটে নিন৷ আলুসের মিশ্রণে মাখন, টোম্যাটো সস, ধনেপাতা কুচি মেশান৷ পাউরুটির ওপর এই মিশ্রণ চেপে চেপে একটু উঁচু করে বসিয়ে দিন৷ সাদ তিল ছড়িয়ে দিন ওপর থেকে৷ আভেন ১৮০ ডিগ্রিতে প্রিহিট করুন৷ তারপর দশ মিনিট গ্রিল করে বানিয়ে নিন ক্রিস্পি পোট্যাটো রাউন্ড৷

আরও জানতে পড়ুন  epaper.sangbadpratidin.in

The post পাউরুটি দিয়ে চটপট বানিয়ে ফেলুন Yummy জলখাবার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement