shono
Advertisement

Breaking News

ইউজিসি-র মাধ্যমে কয়েকশো লেকচারার নিয়োগ

অনলাইনে আবেদনের শেষ দিন ৯ সেপ্টেম্বর, ২০১৬৷ The post ইউজিসি-র মাধ্যমে কয়েকশো লেকচারার নিয়োগ appeared first on Sangbad Pratidin.
Posted: 11:34 AM Sep 07, 2016Updated: 04:14 PM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আর বৈজ্ঞানিক ও শিল্প সংক্রান্ত গবেষণা সংসদ পশ্চিমবঙ্গ-সহ সারা দেশের কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও জুনিয়র রিসার্চ ফেলোশিপে কয়েকশো লেকচারার নিয়োগ করবে৷

Advertisement

নিয়োগ করা হবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা ‘NET’ পরীক্ষার মাধ্যমে৷ আবেদন করতে হবে অনলাইনে www.csirhardg.res.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে আবেদনের শেষ দিন ৯ সেপ্টেম্বর, ২০১৬৷ অনলাইনে আবেদনের পর তার প্রিন্ট আউট সমস্ত নথিপত্রের প্রত্যয়িত প্রতিলিপি-সহ ডাকযোগে পাঠাতে হবে ১৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখের মধ্যে৷

বয়স হতে হবে জুনিয়র রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে ১ জুলাই, ২০১৬ তারিখ, অনুযায়ী ১৯ থেকে ২৮ বছরের মধ্যে৷ বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তথা লেকচারার পদের ক্ষেত্রে বয়সের কোনও কড়াকড়ি নেই৷

প্রার্থী বাছাই করা হবে ১৮ ডিসেম্বর, ২০১৬ তারিখে অনুষ্ঠিত ‘নেট’ পরীক্ষার মাধ্যমে৷ পূর্ব ভারতে পরীক্ষা নেওয়া হবে কলকাতা-সহ গুয়াহাটি, জামশেদপুর ও ভুবনেশ্বরে৷ চূড়ান্ত সফল প্রার্থীদের তালিকা তৈরি করা হবে লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি, ১,০০০ টাকা৷ ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা এবং তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ২৫০ টাকা৷ ফি জমা দেওয়া যাবে ইন্ডিয়ান ব্যাঙ্কের যে কোনও শাখায় ব্যাঙ্কিং চালানের মাধ্যমে৷ অনলাইনে আবেদনের পর তারাও রেজিস্ট্রেশন স্লিপের দু’কপি প্রিন্ট আউট নিয়ে এক কপি নিজের কাছে রেখে অপর কপিটির নির্দিষ্ট স্থানে সাদা-কালো ফটোগ্রাফ সেঁটে, নির্দিষ্ট জায়গায় সই করে বয়স, কাস্ট সার্টিফিকেট ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রত্যয়িত প্রতিলিপি-সহ পাঠাতে হবে সাধারণ ডাকে৷

আবেদনপত্র ভরা খামের উপরে Subject Code, Centre Code ও Medium code কথাটি লিখে দেবেন৷ পাঠাবেন The Deputy Secretary (Exam) Examination Unit, Human Resource Development Group, CSIR Complex, Opposite Institute of Hotel Management, Library Avenue, Pusa, New Delhi-110012 ঠিকানায়৷

The post ইউজিসি-র মাধ্যমে কয়েকশো লেকচারার নিয়োগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement