shono
Advertisement

Breaking News

কাতারকে ম্যাচ ছেড়ে দেবে ইকুয়েডর! বিশ্বকাপ শুরুর আগেই গুঞ্জন তুঙ্গে

ইকুয়েডরের আট জন ফুটবলারকে নাকি ঘুষ দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা।
Posted: 01:28 PM Nov 18, 2022Updated: 03:00 PM Nov 18, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচ রবিবার। আয়োজক দেশ কাতারের (Qatar) সামনে ইকুয়েডর (Ecuador)। সেই ম্যাচের বল গড়ানোর আগেই কিন্তু বিতর্ক তুঙ্গে। মধ্য প্রাচ্য সম্পর্কিত ব্রিটিশ গবেষণা কেন্দ্রের আঞ্চলিক প্রধানের একটি টুইট ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। তৈরি হয়েছে বিতর্ক। তিনি বলেছেন রবিবার কাতারকে ম্যাচ ছেড়ে দেবে ইকুয়েডর। আর প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নেওয়ার জন্য ইকুয়েডরের আট জন ফুটবলারকে 

Advertisement

কাতারে বিশ্বকাপ (Qatar World Cup 2022) আয়োজন নিয়ে প্রথম থেকেই বিতর্ক আর বিতর্ক। এবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগেই নড়েচড়ে বসল ফুটবলবিশ্ব। মধ্য প্রাচ্য সম্পর্কিত ব্রিটিশ গবেষণা কেন্দ্রের আঞ্চলিক প্রধানের নাম আমজাদ তাহা। টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা ৪ লক্ষের বেশি। সেই আমজাদ তাহা টুইট করেছেন, ‘কাতার ইকুয়েডরের আট জন ফুটবলারকে ৭.৪ মিলিয়ন ডলারকে ঘুষ দিয়েছে।

[আরও পড়ুন: ‘মেসিকে দেখে মনে হয় ও আমার টিমমেট’, আর্জেন্টাইন মহাতারকার প্রশংসায় রোনাল্ডো]

 

উদ্বোধনী ম্যাচে ইকুয়েডর ম্যাচ ছেড়ে দেবে কাতারকে। দ্বিতীয়ার্ধে করা গোলে ইকুয়েডরকে হারাবে কাতার। কাতারের পাঁচজন এবং ইকুয়েডর শিবিরের ভিতর থেকেই এমন খবর পাওয়া যাচ্ছে। আশা রাখি এটা ভুল খবর। আর এই খবর প্রকাশিত হওয়ায় ম্যাচের ফলাফলকেও প্রভাবিত করবে। ফিফার দুর্নীতির বিরোধিতা করুক বিশ্ব।’ 

তবে আমজাদ তাহার এমন চাঞ্চল্যকর টুইটের প্রেক্ষিতে কাতার সরকার বা কাতার ফুটবল ফেডারেশন কোনও শব্দ খরচ করেনি। কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্ক রয়েছে। বলা হয়েছিল ঘুষ দিয়ে বিশ্বকাপের আয়োজন করছে এই দেশ। কাতার বিশ্বকাপের আলোর ঝলকানির নিচে চাপা পড়ে গিয়েছে শ্রমিকদের আর্তনাদের ছবি। কাতারের বিশ্বকাপ প্রকল্পে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেক শ্রমিকই। কাতার বিশ্বকাপ নিয়ে আরও কত বিতর্ক। সেই বিতর্কের মধ্যে নতুন বিতর্ক যোগ হল– প্রথম ম্যাচ জেতার জন্য ইকুয়েডরের ফুটবলারদের ঘুষ দিয়েছে কাতার। 

[আরও পড়ুন: কাপ জিতলে থেকে যেতে পারেন তিতে, চোট এড়াতে প্রস্তুতি ম্যাচে ‘না’ ব্রাজিল কোচের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement