shono
Advertisement
Relationship Tips

বেডরুমে পোষ্য? যৌনতায় ভাটা? জেনে নিন দাম্পত্য উষ্ণতা ফেরানোর উপায়

পোষ্যকে নিয়ে কীভাবে আরও রঙিন হয়ে উঠবে আপনার দাম্পত্য জীবন?
Published By: Sayani SenPosted: 05:45 PM Mar 01, 2025Updated: 05:50 PM Mar 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে বেশিরভাগ বাড়িতেই পোষ্য রয়েছে। বহু দম্পতি ঠিক যেন সন্তান স্নেহে পোষ্যের লালন পালন করেন। বাড়ির সদস্য হিসাবে সর্বত্র আনাগোনা তার। বেডরুমে তো থাকেই। কখনও কখনও রাতে স্বামী-স্ত্রীর মাঝেই ঘুমোয় পোষ্য। তার ফলে দম্পতির যৌনতায় ভাটার টান। স্বাভাবিকভাবেই ক্রমশ উষ্ণতা হারাচ্ছে দাম্পত্য জীবন। তবে সামান্য কয়েকটি টিপসেই নাকি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন দম্পতি। পোষ্যকে নিয়ে এভাবেই আরও রঙিন হয়ে উঠতে পারে দাম্পত্য জীবন।

Advertisement

১. সমস্যা ধামাচাপা দিয়ে রাখবেন না। পোষ্য বাড়িতে আসার আগের সঙ্গে বর্তমান দাম্পত্য জীবনে ঠিক কোন কোন পরিবর্তন এসেছে, তা আগে দুজনে মিলে খতিয়ে দেখুন।

২. একে তো কাজের চাপ। তার উপর রয়েছে সংসার। সঙ্গে পোষ্যর দেখভাল। তার ফলে একে অপরকে সময় দিতে পারছেন না তাই তো? এই সমস্যা থেকে মুক্তি পেতে পোষ্যের দায়িত্ব ভাগ করে নিন। কে কে কতটা পোষ্যকে সময় দেবেন তা নিজেরা ঠিক করে নিন।

৩. পোষ্যর জন্য আলাদা জায়গার বন্দোবস্ত করুন। একটি নির্দিষ্ট সময়ে সে ওই জায়গাটিতই থাকবে, সেভাবে অভ্যস্ত করার চেষ্টা করুন।

৪. সারাদিন অফিসের ক্লান্তির পর ঘণ্টাখানেক সময় নিজেদের জন্য রাখুন। সেই সময় পোষ্যকে অন্যের জিম্মায় রাখুন। নিজেরা সময় কাটান। চাইলে যৌনতায় মেতে উঠতেই পারে। কিংবা মুভি ডেটে যান। বা বাড়ির কাছে কফিশপ কিংবা রেস্তরাঁয় গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন।

৫. রাতে পোষ্যকে নজরের আড়াল করতে চান না অনেকেই। তাই একঘরে চাইলে রাখতে পারেন। কিন্তু সম্পর্কে শীতলতা আসার পরিস্থিতি তৈরি হলে এক বিছানায় না রাখাই ভালো। তার পরিবর্তে ঘরেই না হয় তার ঘুমনোর বন্দোবস্ত করে দিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বহু দম্পতি ঠিক যেন সন্তান স্নেহে পোষ্যের লালন পালন করেন।
  • পোষ্যের দায়িত্ব ভাগ করে নিন। কে কে কতটা পোষ্যকে সময় দেবেন তা নিজেরা ঠিক করে নিন।
  • পোষ্যর জন্য আলাদা জায়গার বন্দোবস্ত করুন।
Advertisement